Post Office Scheme – চাকরি না করেও প্রতিমাসে 20,500 টাকা পেনশন পান পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করে।

প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের অর্থের কিছুটা অংশ ভবিষ্যতের (Post Office Scheme) জন্য সঞ্চয় করেন। বর্তমানে ফিক্সড ডিপোজিট (Fixed Deposite) স্কিম খুবই প্রসংশিত হয়েছে। কারন এতে সুদের পরিমাণ যেমন বেশি তেমনি খুব কম সময়ে আপনি লাভজনক রিটার্ন পাচ্ছেন। ব্যাংকে টাকা জমাতে যেমন সবাই পছন্দ করেন তেমনি পোস্ট অফিসেও (Post Office Scheme) টাকা জমাতে এখনো অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।

Advertisement

Indian Post Office Scheme for Senior Citizen

কারন পোস্ট অফিস খুবই পুরোনো ও নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠান। এছাড়া বর্তমানে পোস্ট অফিস অনেক নতুন স্কিম (Post Office Scheme) এনেছে যেখানে বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য আলাদা স্কিম রয়েছে। এমনই একটি স্কিম রয়েছে বয়স্কদের জন্য। যেই স্কিমে বিনিয়োগ করলে আপনি প্রতিমাসে ২০,৫০০ টাকা করে পাবেন।

Advertisement

বিশেষ করে একজন ব্যক্তি সারাজীবন উপার্জন করতে পারেন না। তাই যদি বয়সকালে আপনি বসে বসেই মাসিক ইনকাম করার সুযোগ পান তাহলে মন্দ হয়না। পোস্ট অফিসের এই স্কিমের নাম হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম তথা Post Office Senior Citizen Scheme.

সুদের পরিমাণ

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে যারা এই Post Office Scheme বা পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করেছেন তাদের ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। যেখানে ব্যাংক এই প্রবীণ নাগরিকদের জন্য ৫ বছরের এফডিতে বা Fixed Deposite ৭.০০ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

  • দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) প্রবীণ নাগরিকদের ৫ বছরের এফডিতে বার্ষিক ৭.৫০ শতাংশ।
  • আইসিআইসিআই ব্যাঙ্ক ৫ বছরের এফডিতে ৭.৫০ শতাংশ।
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) ৭ শতাংশ এবং
  • এইচডিএফসি ব্যাঙ্ক ৭.৫০ শতাংশ বার্ষিক সুদ দিচ্ছে।
  • সুতরাং বুঝতেই পারছেন পোস্ট অফিসে বিনিয়োগ করলে সুদের হার বেশি।

ফ্রী বিদ্যুৎ পেতে এখনি আবেদন করুন। কিভাবে এই স্কিমের সুবিধা পাবেন? জেনে নিন।

কি কি সুবিধা পাচ্ছেন?

এই Post Office Scheme তথা পোস্ট অফিস স্কিমে অ্যাকাউন্ট হোল্ডার কর ছাড়ের সুবিধাও পেয়ে থাকেন। এসসিএসএস-এ বিনিয়োগকারী একজন ব্যক্তিকে আয়কর আইনের ধারা ৮০ সি এর অধীনে বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া হয়। এই স্কিমে প্রতি ৩ মাস অন্তর সুদের টাকা দেওয়ার সুবিধা রয়েছে।

KVP Scheme বা কিষাণ বিকাশ পত্র স্কিম

প্রতি এপ্রিল, জুলাই, অক্টোবর ও জানুয়ারির প্রথম দিকে সুদ দেওয়া হয়। মেয়াদ শেষ হওয়ার আগে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয় এবং তাঁর সমস্ত অর্থ নমিনির কাছে দিয়ে দেওয়া হয়।
সকল দিক বিবেচনা করে দেখলে পোস্ট অফিসে বিনিয়োগ করা বেশি লাভজনক।

বাড়ি বানাতে টাকা দিচ্ছে। এবারে কারা পাবেন? নতুন লিস্ট দেখে নিন।

বিশেষ করে আপনি বয়স্ক হয় থাকলে এই Post Office Senior Citizen Scheme তথা পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করে দেখতেই পারেন। বয়সকালে প্রতিমাসের নির্দিষ্ট মাসিক আয়ের উৎস এর চেয়ে ভালো কিছু হতে পারেনা।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button