KVP Scheme – চক্রবৃদ্ধি সুদ দিচ্ছে ভারতীয় পোস্ট অফিসের এই স্কীম। উচ্চ সুদে ঝড়ের গতিতে বিনিয়োগ করুন।
পোস্ট অফিস হলো সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান। অনেক বছর ধরে এখনো একইভাবে বিভিন্ন স্কিম (KVP Scheme) এনে গ্রাহকদের সুবিধা দিচ্ছে। যতই বিভিন্ন ব্যাংক নিত্য নতুন স্কিম আনুক এখনো অনেকেই এই পোস্ট অফিসের ওপর নির্ভর করেন। পোস্ট অফিসে আপনি শিশু থেকে শুরু করে বৃদ্ধদের জন্য বিভিন্ন স্কিম পাবেন। এমনই একটি স্কিম নিয়ে আজ আলোচ্য বিষয়। এই স্কিমে বিনিয়োগ করলে আপনার সুদের হার এতটাই হবে যে রিটার্ন পাবেন লাভজনক।
Post Office KVP Scheme in High Interest Return
পোস্ট অফিসের নতুন এই (KVP Scheme) স্কিমে কত টাকা বিনিয়োগ করতে হবে? সুদের হার কত? রিটার্ন টাকার পরিমাণই বা কত? সব তথ্যই তুলে ধরবো আজকের এই প্রতিবেদনে। এই ধরনের নিত্য নতুন খবর বা আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটি ফলো করুন।
- স্কিমের বিবরণ
- বিনিয়োগের পরিমাণ
- বয়সসীমা
- বিনিয়োগের মেয়াদ
স্কিমের বিবরণ
আপনি যদি চান আপনার বিনিয়োগের অর্থ খুব তাড়াতাড়ি দ্বিগুণ হবে তবে পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র বা Kisan Vikas Patra বা KVP Scheme এ বিনিয়োগ করে দেখুন। এই স্কিমে ৭.৫ শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবেন আপনি। অর্থাৎ সুদের ওপরেও সুদ পাওয়া যায়। তাই অতি লাভজনক এই KVP Scheme বা কিষাণ বিকাশ পত্র স্কিমটি। চাইলে বিনিয়োগ করে দেখতে পারেন।
বিনিয়োগের পরিমাণ
KVP Scheme বা কিষাণ বিকাশ পত্র স্কিমটিতে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। অর্থাৎ আপনার বিনিয়োগের কোন সীমা বা লিমিট নেই। আপনি আপনার ইচ্ছে মতন এখানে বিনিয়োগ বা ইনভেস্ট করতে পারবেন। এই KVP Scheme বা কিষাণ বিকাশ পত্র স্কিমটিতে আপনি ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবে্ন।
ফ্রী বিদ্যুৎ পেতে এখনি আবেদন করুন। কিভাবে এই স্কিমের সুবিধা পাবেন? জেনে নিন।
বয়সসীমা
পোস্ট অফিসের এই কিষাণ বিকাশ পত্র প্রকল্পে বা Kisan Vikas Patra Scheme বা KVP Scheme এ ১০ বছরের উর্ধ্বে যে কেউই বিনিয়োগ বা ইনভেস্ট করতে পারেন।
বিনিয়োগের মেয়াদ
পূর্বে এই KVP Scheme বা কিষাণ বিকাশ পত্র স্কিমটির মেয়াদের সময়সীমা ছিল একশো তেইশ মাস বা দশ বছর তিন মাস। পরে মেয়াদ সীমা কমিয়ে তা একশো পনেরো মাস বা নয় বছর সাত মাসে নিয়ে আসা হয়েছে। পোস্ট অফিস কিষাণ বিকাশ পত্র স্কিমে ১ লক্ষ টাকা জমা রাখলে মেয়াদ শেষে আপনি পেয়ে যাবেন ২ লক্ষ টাকা, ২ লাখ টাকা ইনভেস্ট করলে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকা।
বাড়ি বানাতে টাকা দিচ্ছে। এবারে কারা পাবেন? নতুন লিস্ট দেখে নিন।
এবং ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে ১১৫ মাস শেষে পেয়ে যাবেন ১০ লাখ টাকা। অর্থাৎ যেই পরিমাণ টাকা রাখুন মেয়াদ শেষে দ্বিগুণ হবে। এমন লাভজনক সুযোগ আপনি অন্য কোনো স্কিমে পাবেন বলে মনে হয়না। তাই KVP Scheme বা কিষাণ বিকাশ পত্র স্কিমে একবার বিনিয়োগ করলে আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না।
Written by Shampa Debnath.