পরপর দুটি ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (KKR Team) এর জয় যেন অবাক করার মতন। এই প্রথম মেন্টর গৌতম গম্ভীরের দলের ছেলেরা এক অভূতপূর্ব জয়ের সাক্ষী রাখলো। যেটা আই পি এল দলে বিশেষ নজির গড়লো। গত কয়েক বছর ধরে আই পি এল দলের যে শোচনীয় অবস্থা চলছিল তার সমস্ত কালিমা মুছে নতুনভাবে আত্মপ্রকাশ করল মেন্টর গৌতম গম্ভীরের হাত ধরে। প্রসঙ্গত, ২২ মার্চ তারিখ সিএসকে বনাম আরসিবি ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭ তম আই পি এল।
KKR Team Only to Win the Match Till Now in IPL 2024
৩০ মার্চ শনিবার পর্যন্ত আইপিএলের (IPL) ১১টি ম্যাচ হয়ে গিয়েছে। আর এরমধ্যেই কলকাতা নাইট রাইডার্স (KKR Team) জয়ের এক অভূতপূর্ব ইতিহাস তৈরী হয়ে গিয়েছে। এরপর অ্যাওয়ে ম্যাচে আরসিবিকে কার্যত একতরফা ম্যাচে হারিয়ে জয় পেয়েছে কেকেআর। শনিবার পঞ্জাব কিংসকে হারিয়ে পয়েন্ট টেবলে জিতেছে লখনউ সুপার জায়ান্টস।
তারা নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের (KKR Team) কাছে হারলেও, দ্বিতীয় ম্যাচে শিখর ধাওয়ানদের ২১ রানে হারিয়ে পয়েন্ট টেবলে জেতে। এতদিনের লাস্টবয় তকমা মুছে ফেলে তারা। প্রথম পাঁচে উঠে আস লখনউ। ২ ম্যাচে তাদের পয়েন্ট এখন ২। লখনউয়ের নেট রানরেট +০.০২৫।
প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও, পরপর দুই ম্যাচ হেরে এখন প্রবল চাপে পড়ে গিয়েছেন শিখর ধাওয়ানরা। তারা ছয় নম্বরে দাড়িয়ে আছেন। আরসিবি-র মতো পঞ্জাব কিংসও এবারের মরশুমে তিন ম্যাচ খেলে ফেলল। তাদের পয়েন্ট ২। পঞ্জাবের নেট রানরেট (KKR Team) বর্তমানে -০.৩৩৭
মুম্বই ইন্ডিয়ান্স এই নিয়ে পরপর দুই ম্যাচ হারল। আগের ম্যাচে মুম্বই গুজরাট জায়ান্টসের কাছে ৬ রানে হেরেছিল। এদিন হারল ৩১ রানে। ২ ম্যাচ খেলে মুম্বাইয়ের পয়েন্ট শূন্যতে দাড়িয়ে। এই মুহূর্তে আইপিএল টেবলে সেকেন্ড লাস্টবয়। হার্দিক পান্ডিয়ার মুম্বইয়ের নেট রান-রেট এই মুহূর্তে -০.৯২৫
এদিকে চেন্নাই সুপার কিংস উদ্বোধনী ম্যাচে আরসিবিকে (KKR Team) হারানোর পরে, চিপকে নিজেদের দ্বিতীয় লিগের ম্যাচে পরাজিত করেছে গুজরাট টাইটান্সকে। ২ ম্যাচে ৪ পয়েন্ট এখন সিএসকে-র। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের নেট রান-রেট এই মুহূর্তে +১.৯৭৯।
শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে এ বারের আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যচ খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। আরসিবির বিরুদ্ধেও জয় তুলে নিল কলকাতা। আরসিবির ৬ উইকেটে ১৮২ রানের জবাবে কেকেআর ৩ উইকেটে ১৬.৫ ওভারে ১৮৬ রান করে। এ দিনের জয়ের ফলে আইপিএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর।
লোকসভা ভোটের জন্য রাজ্য জুড়ে 7 দিন ছুটি ঘোষণা। সরকারী বেসরকারি সমস্ত অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান ছুটি।
টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান কেকেআর (KKR Team) অধিনায়ক শ্রেয়স। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ৬ উইকেটে ১৮২ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন কোহলি। তিনি ৮৩ রানের অপরাজিত ইনিংস নিয়ে মাঠ ছাড়লেন।
১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর ২২ গজে মাঠে নামে কেকেআরের (KKR Team) দুই ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারাইন। ২২ বলে ২টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে ৪৭ রানের ইনিংস খেললেন নারাইন। দ্রুত গতিতে রান তুলে নেন বেঙ্কটেশ। তিনি করেন ৩০ বলে ৫০ রান। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স যে নজির গড়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখেনা।
পশ্চিমবঙ্গে গরমের ছুটি এগিয়ে আনা হল। কতদিন ছুটি বাড়ল? দেরি না করে জেনে নিন।
কারণ এই বছর আইপিএল টুর্নামেন্টে ঘরের মাঠে প্রত্যেকটা দল জয়লাভ করেছে। অবশেষে কলকাতা নাইট রাইডার্স সেই প্রবাদ ভেঙে দিলেন। ফাফ ডু প্লেসির দলকে ৭ উইকেটে হেলায় হারালেন শ্রেয়স আইয়াররা। কলকাতা নাইট রাইডার্সের (KKR Team) এই অভূতপূর্ব জয়ের জন্য চারিদিকে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে ইতিমধ্যে।
Written by Shampa Debnath.