মাধ্যমিক পরীক্ষার আগে পর্ষদের নির্দেশে পরীক্ষা কেন্দ্র বদল।

মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল পর্ষদ খুশি পড়ুয়ারা চিন্তায় শিক্ষকেরা।আর মাত্র কিছুদিনের অপেক্ষা আগামী ২৩ শে ফেব্রুয়ারি ২০২৩ থেকে সারা রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। এই নিয়ে পড়ুয়া সহ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের প্রস্তুতি তুঙ্গে এটা বলা যেতে পারে।

মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র কার কোথায় পড়ল দেখুন।

এই প্রস্তুতিকে আরও মসৃণ করার উদ্দেশ্যে এক ধাপ এগিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। ২৩ শে ফেব্রুয়ারি থেকে ৪ ঠা মার্চ পর্যন্ত সারা রাজ্য জুড়ে আয়োজিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার দিন গুলিতে সকল বিদ্যালয়গুলিকে মানতে হবে এই নিয়মগুলি। WBBSE – West Bengal Board Of Secondary Education এর তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

বিগত কয়েক বছর ধরে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা সামনে আসছিল। এর ফলে অসুবিধায় পড়তে হচ্ছিলো সকল পরীক্ষার্থীদের। কিন্তু ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় যাতে এরকম পরিস্থিতি না সৃষ্টি হয়। সেই জন্য পর্ষদের তরফে কিছু নিয়ম প্রকাশ করা হয়েছে।

মাধ্যমিক শিক্ষা পর্ষদের নতুন নিয়মঃ-
১. প্রত্যেক বিদ্যালয়ে সর্বত্র নজরদারি করার জন্য সি সি টি ভি ক্যামেরার বন্দোবস্ত রাখতে হবে।
২. পরীক্ষা চলাকালীন কোন মতেই মোবাইল ফোনের ব্যবহার করা সম্ভব হবে না।
৩. ১১.৪৫ থেকে ০৩.০০ তে পর্যন্ত এই পরীক্ষা চলবে। এর মধ্যে কেউ প্রশ্ন নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে যেতে পারবে না।

৪. অ্যাডমিট কার্ড দেওয়ার সময় সকল পরীক্ষার্থীদের নিয়মাবলি দেওয়া হবে, যেখানে পরীক্ষার সকল নিয়ম লেখা থাকবে।
৫. এই নিয়ম সকল পরীক্ষার্থী সহ অভিভাবকদের মানতে হবে।
৬. পর্ষদের তরফে কিছুদিন আগে টেস্ট পেপার বিতরণ করা হয়েছে, সেখানেও এই সকল নিয়ম লেখা ছিল।

এই বিজ্ঞপ্তি প্রকাশ এর পর থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের তরফে বলা হয়েছে, এমনিতেই আর্থিক দুরাবস্তার জন্য বিদ্যালয় চালানো মুশকিল হয়ে উঠেছে। গ্রান্ট এর টাকা যা পাওয়া যায় তা খুবই সামান্য। এর থেকে সি সি টি ভি ক্যামেরা লাগানো সম্ভব হবে না। এই সকল কথা সামনে আসার পরে মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে।

আবার বদলে গেল মাধ্যমিক পরীক্ষার নিয়ম, শুনলেই মন খারাপ হয়ে যাবে।

যেই সকল স্কুল এই নিয়ম পালন করতে পারবে না। তাদের আগে থেকে জানাতে হবে এবং সেই বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ফেলা হবে না পর্ষদ সূত্রে খবর।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরি খবরের আপডেট পাওয়ার জন্য।

Leave a Comment