LPG রান্নার গ্যাসের দাম কমাতে বাধ্য হল সরকার, জেনে নিন কবে থেকে চালু হবে নতুন ভর্তুকি।

LPG গ্যাসের দাম কোথায় কেমন, দাম কি বাড়লো নাকি কমলো জানতে পড়ুন বিস্তারিত।

LPG (LIQUED PETROLIUM GAS) যাকে আমরা বাংলা ভাষায় রান্নার গ্যাস হিসাবে চিনি সেই গ্যাসের দাম নির্ধারণ করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা গুলি। INDIAN OIL CORPORATION, BHARAT PETROLIUM এই সংস্থা গুলি চলতি মাসে দাম ঠিক করে ফেলেছে। বিগত কয়েক মাস ধরে রান্নার গ্যাসের দাম মেটাতে গিয়ে হাত পুড়ছে আম জনতার। আর এই পরিস্থিতি ডিসেম্বর মাসেও চলবে বলে মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। এবার জেনে নিন নতুন দাম কি হতে চলেছে।

IOCL (INDIAN OIL CORPORARION LIMITED) এর পক্ষ থেকে এই দিন বলা হয়েছে, আপাতত কোন দামের পরিবর্তন করা হয়নি। বিগত মাসের মতো একই দাম রয়েছে সকল গ্যাসের। আমরা জনসাধারণরা ব্যবহারের জন্য দুই ধরণের LPG সিলিন্ডার পেয়ে থাকি- ১৪ কেজি ও ১৯ কেজি। এই ১৪ কেজি পরিবারের জন্য আর ১৯ কেজি হচ্ছে বাণিজ্যিক হোটেল, রেস্তোরা, খাবার দোকান ইত্যাদি স্থানের জন্য বরাদ্দ করা হয়েছে।

বাড়িতে LPG Gas থাকলে বিপদ এড়াতে এই বিষয়টি জানা উচিত।

এই ১৯ কেজির রান্নার গ্যাসের দাম পূর্বের তুলনায় ১১৫ টাকা সস্তা হয়েছিল। এরকমই ৬ মাস ধরে ৬৫০ টাকা মতো দাম কমেছিল রান্নার গ্যাসের কিন্তু চলতি মাসেই ব্যাতিক্রম ঘটল। ১ টাকাও দাম কমানো হলনা তেল কোম্পানি গুলির তরফ থেকে।

আমাদের দেশের প্রত্যেক রাজ্যের বিভিন্ন শহর গুলিতে রান্নার গ্যাসের দাম ভিন্ন। তাই জেনে নেওয়া যাক কোথায় রান্নার গ্যাসের দাম কী রকম- ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম কলকাতাতে- ১৮৪৫.৫০ টাকা। রাজধানী দিল্লিতে- ১৭৪৪ টাকা। মুম্বাইতে- ১৬৯৬ টাকা। চেন্নাইতে- ১৮৯১.৫০ টাকা। দেশের মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম চেন্নাইতে বেশি।

১৪ কেজির পরিবারের কাজে লাগানোর জন্য গ্যাসের দাম মুম্বাইতে- ১০৫২.৫০ টাকা। চেন্নাইতে- ১০৬৮.৫০ টাকা। দেশের রাজধানী দিল্লিতে- ১০৫৩ টাকা। কলকাতাতে- ১০৭৯ টাকা। এই সকল দিক দেখার পর বোঝা যাচ্ছে দেশের মধ্যে ১৪ কেজি সিলিন্ডারের দাম কলকাতাতে সব থেকে বেশি।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা গুলির পক্ষ থেকে ১’লা ডিসেম্বর এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

এবার আগামী মাস পর্যন্ত মধ্যবিত্তদের অপেক্ষা থাকবে তেলের দাম কমে কিনা সেটা দেখার জন্য। কিন্তু বেশ কিছু বিশেষজ্ঞদের মতে এখনকার পরিস্থিতিতে কোন ভাবেই দাম কমার সম্ভাবনা নেই। কিন্তু সরকার চাইলে ভর্তুকি বাড়িয়ে দাম কমাতে পারে সরকার পঞ্চায়েত ভোটের আগে তেমনই মনে করছেন অনেকেই। এই ব্যাপারে আপনার কি মতামত নিচে কমেন্টে জানাতে পারেন।

শুধুমাত্র এই ক্যাটাগরীর রেশন কার্ড থাকলেই বিনামূল্যে 3টি lpg গ্যাস মিলবে।

Leave a Comment