Gas Cylinder – বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার পাবে রাজ্যে ২ কোটি মানুষ। কীভাবে পাবেন জেনে নিন।

লোকসভা ভোটের আগেই প্রধানমন্ত্রী সাধারণ গ্রাহক থেকে শুরু করে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য ১০০ টাকা কমে Gas Cylinder বা এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করেন। এতে স্বভাবতই খুশি ছিল আমজনতা। এরমধ্যেই আবার প্রধানমন্ত্রী ঘোষনা করলেন দোলে রাজ্যের ২ কোটি গ্রাহক বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। কিন্ত এটা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। কি সেই শর্ত? কারা পাবেন এই বিনামূল্যে গ্যাস সিলিন্ডার! তাহলে জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

Advertisement

LPG Cooking Gas Cylinder To Be Free of Many People

মুখ্যমন্ত্রী বিজ্ঞপ্তিতে উল্লেখ করেই দিয়েছেন একটা শর্ত পূরণ করলেই বিনামূল্যে একটি Gas Cylinder বা গ্যাস সিলিন্ডার পেয়ে যাবে রাজ্যের ২ কোটি মানুষ। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ওই রাজ্যের বাসিন্দাদের মধ্যে যাদের উজ্জ্বলা যোজনার গ্রাহক রয়েছেন তাদের জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে।

Advertisement

কারা বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন?

উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তারা সেই সুবিধা পাবেন। তাঁদের উত্তরপ্রদেশের বাসিন্দা হতে হবে। এছাড়া Gas Cylinder বা গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য নিজেদের ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ড লিংক করতে হবে এই সামান্য শর্তে তারা পেয়ে যাবেন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার।

একইসাথে উত্তরপ্রদেশ সরকার যোগী আদিত্যনাথ জানিয়েছেন উত্তরপ্রদেশের উজ্জ্বলা যোজনার গ্রাহকরা বছরে দুটি Gas Cylinder বা গ্যাস সিলিন্ডার বিনামূল্যে পেয়ে যাবেন। একটি পাবেন দীপাবলিতে। অন্যটি এই দোলের সময়।

রাজ্য সরকার সূত্রের খবর, সেই সিদ্ধান্তের ফলে রাজ্যের ১.৭৫ কোটি পরিবার লাভবান হবেন। এই খবরে খুশিও উত্তরপ্রদেশের উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। তবে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত অনেক গ্রাহক ব্যাংক একাউন্ট ও আধারের সাথে লিংক করেন নি।

তাই বিনামূল্যে Gas Cylinder বা গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য এই সহজ শর্ত পূরণ করবে সবাই। ফলে এক কাজে দুই কাজ হয়ে যাবে। অন্যদিকে কলকাতায় আপাতত ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানোর পরে হয়েছে ৮২৯ টাকা।

দোল উপলক্ষ্যে মা বোনেদের ফ্রি এলপিজি সিলিন্ডার উপহার দিলো রাজ্য সরকার।

আর উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য ৫২৯ টাকায় পেয়ে যাচ্ছেন এই সিলিন্ডার। আগে ২০০ টাকা ভর্তুকি দেওয়া হতো ২০২৩ সালের আগস্ট মাস থেকে এই ভর্তুকি পরিমাণ ৩০০ টাকা হয়েছে। তাই সম্প্রতি ১০০ টাকা কমানোর ফলে ৩০০ টাকা ভর্তুকি পেয়ে মাত্র ৫২৯ টাকায় গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা।

LPG Subsidy - এলপিজি ভর্তুকি

সেইসাথে ভর্তুকির সময় বাড়িয়ে ২০২৫ সালের ৩১ মার্চ করা হয়েছে। অন্যান্য রাজ্যে Gas Cylinder বা গ্যাস সিলিন্ডারের দাম হলো দিল্লিতে প্রতিটি সিলিন্ডার কিনতে ৮০৩ টাকা লাগবে। মুম্বইয়ে প্রতিটি সিলিন্ডারের দাম পড়ছে ৮০২.৫ টাকা। আর চেন্নাইয়ে প্রতিটি সিলিন্ডার কিনতে খরচ হবে ৮১৮ .৫ টাকা।

রান্নার গ্যাসের ভর্তুকি আবার বাড়লো। নতুন দাম শুনে খুশি গরীব ও মধ্যবিত্ত।

Gas Cylinder বা গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে সাধারণ গ্রাহকদের যেমন পকেট ফাঁকা হওয়ার ভয় ছিল সেই ভয়টা প্রধানমন্ত্রীর কল্যাণে সাধারণ ও উজ্জ্বলা গ্রাহকদের অনেকটাই পকেটের চাপ কমেছে সেটা বলার অপেক্ষা রাখেনা।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button