Dearness Allowance – আবারও বাড়ল DA! লোকসভা নির্বাচনের আগেই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা।
সামনেই লোকসভা নির্বাচন আর কেন্দ্রীয় সরকার (Dearness Allowance) থেকে রাজ্য সরকার প্রভূত চেষ্টা করে যাচ্ছেন কিভাবে সরকারি কর্মীদের খুশি করা যায়। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ DA বৃদ্ধি করেছিল যারফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA হয়ে দাঁড়ায় ৫০ শতাংশ। যেটি কার্যকর হয়েছে ১ লা জানুয়ারি থেকে। শুধু DA নয়, একাধিক ভাতা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।
Dearness Allowance Hike of Govt Employees on Occasion of Holi
অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মীদের আন্দোলন অব্যাহত রয়েছে এখনোও যতোদিন তারা কেন্দ্রীয় হারে Dearness Allowance পাবেনা এই আন্দোলন অব্যাহত থাকবে এটা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বাজেট পেশের সময় যদিও মুখ্যমন্ত্রী ৪ শতাংশ DA বৃদ্ধি করেছিল যারফলে DA হয়ে দাঁড়ায় বর্তমান ১৪ শতাংশ।
এখনো কেন্দ্রীয় ও রাজ্যের Dearness Allowance বা মহার্ঘ ভাতার পার্থক্য অনেক। এই ৪ শতাংশ DA বৃদ্ধিতে খুশি নন রাজ্য সরকারি কর্মীরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকার একের পর এক DA বৃদ্ধি করার খবরে অন্যান্য অঙ্গরাজ্য গুলো DA বৃদ্ধি করার কথা চিন্তা করেন।
লোকসভা নির্বাচনের দিকেই তাকিয়ে একপ্রকার সরকারি কর্মীদের খুশি করার জন্য Dearness Allowance বা মহার্ঘ ভাতাবৃদ্ধির ঘোষনা করলেন কর্ণাটক সরকার। এর আগে কেরল, অরুনাচল প্রদেশ সম্প্রতি DA বৃদ্ধি করেছিল। জানা যাচ্ছে, কর্নাটকের কংগ্রেস সরকার রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৩.৭৫ শতাংশ DA বৃদ্ধি করেছে।
কেরল সরকার ১০ থেকে ১৮ শতাংশ Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেরলের রাজ্য সরকারি কর্মীদের জন্য। অরুণাচল প্রদেশ সরকার ৪ শতাংশ DA বৃদ্ধি করেছে। বর্তমানে অরুনাচল প্রদেশের রাজ্য সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।
এর ফলে অরুণাচল প্রদেশ সরকারের ঘাড়ে বার্ষিক ১২০.২৪ শতাংশ আর্থিক বোঝা চেপেছে। সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষনা করেন। এতদিন কর্নাটকের রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য মহার্ঘ ভাতা ছিল ৩৮.৭৫ শতাংশ।
এবার থেকে বেড়ে হল ৪২.৫০ শতাংশ। যেটা কর্ণাটক রাজ্যের সরকারি কর্মীদের জন্য খুশির খবর।
জানা যাচ্ছে, এই বর্ধিত Dearness Allowance বা মহার্ঘ ভাতার জন্য কর্ণাটক সরকারের উপর বার্ষিক ১৭৯২.১৭ কোটি টাকার বাড়তি খরচ হবে। কেরল সরকারি কর্মী ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA পার্থক্য মাত্র ৪ শতাংশ।
রাজ্য সরকারি কর্মচারীদের আবারও DA বৃদ্ধির ঘোষণা করলো নবান্ন। কোন পদে কত বাড়লো?
কেরলের সাধারণ ডিগ্রি কলেজ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজের অধ্যাপকদের DA ১৪ শতাংশ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। বর্তমানে তারা ৩১ শতাংশ হারে DA পেয়ে থাকেন। অপরদিকে বিভিন্ন বিচার বিভাগীয় কর্মীদের আইএএস, আইপিএস আধিকারিকদের ১৬ শতাংশ DA বৃদ্ধি করার ফলে তাদের DA হয়ে দাঁড়ায় ৪৬ শতাংশ।
যেটা আগে ছিল ৩০ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে মাত্র ৪ শতাংশ পিছিয়ে আছে কেরল রাজ্য সরকারি কর্মীরা। একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ১০ শতাংশ Dearness Allowance বা মহার্ঘ ভাতা পাচ্ছিলেন তারা। ৪ শতাংশ বৃদ্ধি করার ফলে DA হয়ে দাঁড়ায় ১৪ শতাংশ।
এতটা কম Dearness Allowance বা মহার্ঘ ভাতা কোনো রাজ্য সরকারি কর্মীরা পায়না। কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA থেকে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মীদের DA পার্থক্য এই মুহূর্তে ৪০ শতাংশ। যেহেতু ১০ শতাংশ হারে পাচ্ছেন। বকেয়া ৪ শতাংশ মে মাস থেকে কার্যকর হলে তখন DA পার্থক্য হয়ে দাঁড়াবে ৩৬ শতাংশ।
এতটা ব্যবধানের জন্য পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের আন্দোলন অব্যাহত রাখার যথার্থ কারণ রয়েছে। যেখানে অন্যান্য অঙ্গরাজ্য কেন্দ্রের পথ অনুসরণ করে সরকারি কর্মীদের Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে সেখানে পশ্চিমবঙ্গ সরকার এখনও নিজের সিদ্ধান্তে অনড়।
অন্যদিকে কেরল সরকারি কর্মীরা খুবই খুশি তাদের Dearness Allowance বা মহার্ঘ ভাতা পরিমাণ বাড়ানোর জন্য। অনেকটাই আর্থিক সহায়তা হয়েছে কেরল সরকারি কর্মীদের সরকারের এমন অভিনব সিদ্ধান্তের জন্য।
Written by Shampa Debnath.