Upcoming 5G Mobile – আগামী 6 মাসে কম খরচে যেসমস্ত 5G স্মার্টফোন লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার্স জেনে নিন।

Upcoming 5G Mobiles

4G নেটওয়ার্কের পর 5G নেটওয়ার্ক (Upcoming 5G Mobile) পরিষেবা একেবারে দোরগোড়ায়। আর একের পর এক স্মার্টফোন (New 5g Smartphone) প্রস্তুতকারী সংস্থাগুলি নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করে চলেছে। ২০২৩ সালে ইতিমধ্যেই বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। তবে আরও বেশ কিছু চমকপ্রদ হ্যান্ডসেট লঞ্চ হতে পারে বলেই জানা যাচ্ছে। কোন কোন স্মার্টফোন লঞ্চ (Upcoming 5G Mobile Smartphone Launch) করা হবে, তালিকাটা একবার দেখা যাক।

Advertisement

Iphone 15 Series

সাধারণত অ্যাপেলের (Apple) পক্ষ থেকে প্রতিবছরের সেপ্টেম্বর মাসে নতুন iphone সিরিজ লঞ্চ (Upcoming 5G Mobile)করা হয়ে থাকে। এবার জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাসে iphone ১৫ সিরিজ লঞ্চ হতে পারে। তার মধ্যে থাকছে Iphone 15, Iphone 15plus, Iphone 15Pro এবং Iphone 15Pro Max আইফোন ১৫ সিরিজে USB Porting চার্জিং সিস্টেম রয়েছে। এছাড়াও Bionic A17 চিপস থাকার সম্ভাবনা রয়েছে Pro মডেলে।

Advertisement

YouTuber দের সুখবর এবার থেকে 500 সাবস্ক্রাইবার হলেই টাকা পাবেন, সহজেই ভিডিও ভাইরাল করুন।

Samsung Galaxy Zed Fold 5

খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সির ফোল্ডেবল Upcoming 5G Mobile হ্যান্ডসেট। 6.2 ইঞ্চির Amoled Outer ডিসপ্লে থাকছে। ৪৪০০ এমএইচের ব্যাটারি থাকছে। ৪ মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা থাকতে পারে।আউটার ক্যামেরা ১০ মেগাপিক্সেলের হতে পারে।

Nothing Phone 2

শীঘ্রই লঞ্চ হতে চলেছে নাথিং ফোন ২ ১১ ই জুলাই ভার্চুয়াল ইভেন্ট এর মাধ্যমে নাথিং ফোন ২ ভারতে লঞ্চ হতে চলেছে। জানা যাচ্ছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এর মাধ্যমে (New 5g Smartphone) এই নাথিং ফোন ২ কেনা যাবে। নাথিং ফোন ১-এর সাকসেসর হিসেবে এই নাথিং ফোন ২ এবার ভারতে লঞ্চ হতে চলেছে।

Google Pixel 8 Series

অক্টোবর মাস নাগাদ গুগল পিক্সেল ৮ সিরিজ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এতে Tensor G3 চিপসেট থাকতে পারে। এছাড়াও কম আলোয় ভালো ছবি তোলার জন্য ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে বলে জানা যাচ্ছে।

প্রতিমাসে 1000 টাকা! বাংলার ছেলেদের জন্য ও লক্ষ্মীর ভান্ডারের মতো নতুন প্রকল্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button