Summer Vacation – গরমের ছুটিতে কাটছাঁট! কিছু দিনের মধ্যে খুলতে পারে স্কুল। শিক্ষক ও পড়ুয়াদের জন্য জরুরি বার্তা

স্কুলের ছুটি বা Summer Vacation বাতিল হতে পারে অনেক টাই তাড়াতাড়ি স্কুল খুলে যেতে পারে। গত দু’বছর ধরে বৈশাখ পড়লেই সূর্যের তাপদাহে জর্জরিত মানুষজন। এতটাই গরমের তাপদাহ যে দিনের বেলা কার্যত বাইরে বেড়ানো একদমই অসম্ভব হয়ে পড়েছিল। দিনের বেলা বাতাসে গরম বাতাস বইছিল যার জন্য শরীরে জ্বালাপোড়া ও সানস্ট্রোকের মতন অসুস্থতা দেখা দিয়েছিল অনেক শিশু ও বৃদ্ধ মানুষ জনদের। যদিও গ্রীষ্মকালীন ছুটি পড়ার কথা ছিল ৬ই মে থেকে ৩রা জুন পর্যন্ত কিন্তু গরমের তীব্রতার জন্য স্কুল ছাত্র ছাত্রীদের স্কুল যাতায়াত অসম্ভব হয়ে উঠেছিল তাই পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ গরমের ছুটি কিছুটা এগিয়ে এনেছিল।

New Update for Schools Postpone Summer Vacation

৬ই মে পরিবর্তন করে ২২ এপ্রিল থেকেই গরমের ছুটি বা Summer Vacation পড়েছিল। এছাড়া লোকসভা ভোটের কারণেও বিভিন্ন জায়গায় স্কুল ছুটি দেওয়ার কথা ছিল। কিন্ত গরমের ছুটি পরে যাওয়ায় সেটা আলাদা করে দেওয়ার প্রয়োজন হয়নি। তবে বর্তমানে কালবৈশাখী ও ঝড় ও বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমে গেছে।

এখন সেই আগের মতন হাঁসফাঁস করা গরম আর নেই অনেকটাই শীতল হয়েছে আবহাওয়া। সন্ধ্যার পর থেকে মাঝেমধ্যে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতের দেখা মিলছে দক্ষিণবঙ্গে। তীব্র গরমের পর এই বৃষ্টিপাতের ফলে অনেকটাই স্বস্তি পেয়েছে রাজ্যবাসী।

এরপরে বঙ্গীয় প্রাথমিক শিক্ষা সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি রাজ্যের স্কুলগুলো খোলার জন্য চিন্তা ভাবনা করছেন কারণ যেহেতু গরমের অস্বস্তি অনেকটাই কমে গিয়েছে তাই শুধু শুধু স্কুলগুলোকে বন্ধ রেখে দেওয়ার কোন মানে হয় না এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি।

এছাড়া যেহেতু এবার প্রথম ইলেভেনের সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে তাই পড়াশোনার ধরন নিয়ম পুরোটাই নতুন তাই ইলেভেনের ছাত্র-ছাত্রীদের সেই পড়াশোনাতে অভ্যস্ত হতে অনেকটাই সময় লাগবে সেই জন্য স্কুলগুলোকে তাড়াতাড়ি চালু করার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে।

গরমের তীব্রতার জন্যও আরও বাড়ছে ছুটি! কতদিন বন্ধ থাকবে স্কুল, কলেজ? কী জানালো শিক্ষা সংসদ?

এমনটা জানানো হয়েছে যদি আবারো গরমের পরিস্থিতি ভয়াবহ হয় তাহলে আবার পুনরায় স্কুল বন্ধ বা Summer Vacation করার চিন্তা করা হবে। প্রসঙ্গত, এ বিষয়ে বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আনন্দ হান্ডার জানিয়েছেন “রাজ্যে বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির কারণে গরম অনেকটাই কমে গেছে তাই আপাতত স্কুল খুলে দেওয়া যেতে পারে।” আবারো তাপপ্রবাহ বেড়ে গেলে স্কুলগুলিকে পুনরায় ছুটির ব্যবস্থা করে দেওয়া যেতে পারে।

গরমের ছুটি বা Summer Vacation

পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশ মিশ্র জানান এবার থেকে পাঠক্রম এবং পঠন পাঠন পদ্ধতির বদল করা হয়েছে উচ্চমাধ্যমিক স্তরে। সেমিস্টার পদ্ধতিতে পঠন-পাঠনে অভ্যস্ত হতে বেশ কিছুটা সময় লাগতে পারে ছাত্র-ছাত্রীদের, সেক্ষেত্রে এতদিন ধরে স্কুল বন্ধ বা Summer Vacation থাকলে পড়াশোনার ক্ষতি হতে পারে তাদের।

গরমের ছুটি নিয়ে শিক্ষা দপ্তরের নতুন সিদ্ধান্ত! শীঘ্রই চালু হতে চলেছে রাজ্যের

তাই এই দুটি শিক্ষক সংগঠন পূর্বের ঘোষণা করা বিজ্ঞপ্তি অনুযায়ী ৩ জুন পর্যন্ত গরমের ছুটি বাতিল করে স্কুল খোলার আহ্বান জানিয়েছেন। এখন পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ কি করবে সেটার উপর নির্ভর করছে স্কুল খুলবে কিনা কি বন্ধ থাকবে! তবে মনে করা হচ্ছে স্কুলগুলো খুলে যাওয়ার সিদ্ধান্তই কার্যকরী করবে পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ ।
Written by shampa debnath

Leave a Comment