Summer Vacation – অবশেষে তাপপ্রবাহের কারণে গরমের ছুটি নিয়ে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি। শিক্ষক ও ছাত্রদের আলাদা নির্দেশ। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে।

এপ্রিলের শুরু থেকেই তীব্র গরমে বাতাসে (Summer Vacation) যেন লু বইছে। দিনের বেলা কার্যত বাইরে বেড়ানো অসম্ভব। এতটাই গরমের তীব্রতা যে স্কুল ছাত্র ছাত্রীরা স্কুলে যাতায়াতের পথে অসুস্থ হয়ে যাচ্ছে। অভিভাবকরা তাদের সন্তানদের স্কুল যেতে দিতে রীতিমত ভয় পাচ্ছেন। প্রত্যেক বছরের মতন এবছরও মে মাস নাগাদ গরমের ছুটি পড়ার কথা। কিন্ত গরমের তীব্রতা এতটাই যে সরকার গরমের ছুটি কিছুদিন এগিয়ে ৬ মে থেকে ২ রা জুন অবধি করেছিলেন।

Advertisement

Summer Vacation Rules for Teachers & Students

সেই অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। এদিকে লোকসভা ভোট চলাকালীন জেলা বিশেষ স্কুলগুলো ছুটি (Summer Vacation) থাকবে কয়েকদিন সেটাও বলা হয়েছিল। অর্থাৎ গরমের ছুটি বা Summer Vacation আর লোকসভা ভোটের ছুটি একই সঙ্গে পড়েছিল। এরই মধ্যে গরমের তীব্রতা আরও বৃদ্ধি পেতে থাকে।

Advertisement

দিনের তাপমাত্রা ৪০ এর ওপর ঘোরাফেরা করে। স্কুল শিক্ষক সংগঠনগুলো গরমের ছুটি আরও এগিয়ে আনার দাবি জানিয়ে আবেদন জানায়। গত বুধবার নবান্নে সেই নিয়ে বৈঠক বসে। অনেক বিবেচনা করে ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেন। আগামি ২২ এপ্রিল থেকেই গরমের ছুটি কার্যকর করা হবে। অর্থাৎ এবছরের গরমের ছুটি এপ্রিল মে জুন তিনটি মাস ব্যাপী থাকবে।

এরমধ্যে অফিসিয়াল ওয়েবসাইট এ ছুটি সংক্রান্ত নতুন ঘোষনা করা হলো। সেইসাথে কিছু গাইডলাইন্স প্রকাশ করা হলো। বিজ্ঞপ্তিতে দুটি জেলাকে এই Summer Vacation বা গরমের ছুটি থেকে বাদ দেওয়া হয়েছে। সেইসাথে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের জন্য আলাদা নিয়ম করা হয়েছে। কিন্ত কেন এই নিয়ম?

বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে?

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ গত ১৮-১৯ এপ্রিল অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে লেখা রয়েছে যে তীব্র তাপপ্রবাহের কারণে রাজ্যের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের Summer Vacation বা গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে দেওয়া হয়েছে।

আগামী সোমবার, ২২ এপ্রিল ২০২৪ থেকেই শুরু হবে এই ছুটি। তবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় অবস্থিত স্কুলগুলির জন্য তবে আলাদা ব্যবস্থা রয়েছে। এই স্কুলগুলিতে বর্তমান একাডেমিক সময়সূচী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপরিবর্তিত থাকবে।

শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য আলাদা নিয়ম কেন?

লোকসভা নির্বাচন চলছে। এরমধ্যে প্রথম দফার নির্বাচন হয়ে গেলো উত্তরের জেলাগুলোতে। আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যে জেলায় যেদিন নির্বাচন থাকবে তার আগে পরে ছুটি দিতে হবে। লোকসভা নির্বাচনে কাজে দায়িত্ত্ব পরে সরকারি কর্মচারীদের। তারমধ্যে স্কুল শিক্ষকদেরও।

বাম আমলের 85 দিনের ছুটি ফিরিয়ে আনার দাবি জানালো সমস্ত স্কুলের শিক্ষকরা। গরমের ছুটি আরও বাড়তে পারে।

এদিকে Summer Vacation বা গরমের ছুটি লোকসভা নির্বাচন যেহেতু একইসঙ্গে তাই স্কুল শিক্ষকরা গরমের ছুটি টানা পাবেন না। লোকসভা নির্বাচনের ডিউটিতে কাজ করতে হবে। তাই তাদের জন্য এই টানা ছুটি থাকবে না।
সরকার আরও নির্দেশ দিয়েছে যে পড়ুয়াদের বাড়িতে বসে পড়ার জন্য হোম ওয়ার্ক ও প্রাকটিক্যাল প্রজেক্ট কাজ দিতে।

গরমের ছুটি বা Summer Vacation

যাতে তারা গরমের ছুটিতে বাড়িতেই পড়াশুনার মধ্যে থাকে। এছাড়া স্কুল খুললে শিক্ষকদের ওপর নির্দেশ দেওয়া হয়েছে বাড়তি Summer Vacation বা গরমের ছুটি দেওয়ায় যে ক্লাসগুলো বাতিল হলো সেগুলো স্কুল খোলার পর পূরণ করে দিতে হবে। কারণ স্কুল খুললেই এক্সাম শুরু হওয়ার পর্ব।

গরমের ছুটিতেও স্কুলে আসতে হবে শিক্ষকদের, জারি নির্দেশিকা।

সবমিলিয়ে এবারে স্কুল ছাত্র ছাত্রীরা এপ্রিল মে জুন মাস ব্যাপী Summer Vacation বা গরমের ছুটি পেতে চলেছে। এই খবরটি ডাউনলোড করতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই ধরনের আরও খবরের সন্ধান পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের এই পেজটি ফলো করুন।
Written by Shampa Debnath.

Related Articles

Back to top button