Overdraft Facility – ব্যাংক একাউন্টে 10000 টাকা দিচ্ছে মোদি সরকার। কিভাবে পাবেন?

ব্যাংক একাউন্ট গ্রাহকদের জন্য Overdraft Facility নিয়ে হাজির হল কেন্দ্রীয় সরকার। এখনও সকলে ১০ হাজার টাকা পর্যন্ত এই সুবিধা পেয়ে যাবেন। সাধারণ মানুষের সুবিধার জন্য কেন্দ্রের তরফে অনেক প্রকল্প ব্যাবস্থা চালু করেছেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi) তেমনি অনেক দরিদ্র থেকে নিম্ন মধ্যবিত্ত মানুষ যখন অসুবিধার সম্মুখীন হয় এবং তার বিভিন্ন ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয় তখন কাছের মানুষের থেকে অনেক সময় ধার চেয়েও পাওয়া যায়না। আবার কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির থেকে ধার নিলে চড়া সুদ দিতে হয়।

Advertisement

Overdraft Facility Started In Banks In India.

তাছাড়া ব্যাংকে লোন নিতে গেলেও একটা মোটামুটি আর্থিক অবস্থান দেখাতে হয়। তাই এইসব দরিদ্র থেকে নিম্ন মধ্যবিত্ত মানুষ গুলোর কোনো দরকারে টাকার প্রয়োজন হলে তাদের খুব সমস্যার মধ্যে পড়তে হয়। সেই কথা মাথায় রেখে প্রধান মন্ত্রী জন ধণ যোজনা (Jan Dhan Yojana) প্রকল্প চালু করেন। এই প্রকল্পে অন্তর্ভুক্ত যারা থাকবে তাদের ১০,০০০ টাকা ঋণ বা Overdraft Facility নেওয়ার ব্যাবস্থা থাকবে।

Advertisement

আগে যদিও ৫০০০ টাকা ছিল কিন্তু এখন সেটা বাড়িয়ে ১০,০০০ টাকা অবধি ঋণ নেওয়ার সুযোগ থাকছে। আর এই ঋণের জন্য ব্যাংকে আগে থেকে কোনো ব্যালেন্স থাকতে হবে না। শুন্য ব্যালেন্সই ঋণ নিতে পারবে গ্রাহকরা। তবে ব্যাংক থেকে স্বল্প সুদ তারা নেবে কিন্ত সেটা নিম্ন মধ্যবিত্তদের দেওয়ার মতই যাতে হয় সেই দিক বিবেচনা করেই সুদের হার নির্ধারিত হবে। দেখে নেওয়া যাক জন ধণ যোজনা প্রকল্প (Overdraft Facility) সমন্ধে আরও বিস্তারিত কিছু তথ্য সমূহ।

এটি মূলত করা হয়েছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের (DBT) মাধ্যমে উদ্দেশ্য পূরণের জন্য। এই প্রকল্পে গ্রাহক কোনো রকম নথি তৈরির ঝামেলা ছাড়াই ১০,০০০ টাকার ওভারড্রাফ্ট সুবিধা পেয়ে যাচ্ছেন। আপনার কাছে ওভারড্রাফ্ট কথাটি নতুন লাগতে পারে। Overdraft Facility মূলত হল এক ধরনের সহজ উপায়ে পাওয়া ঋণ। যে ঋণ আপনি ব্যাংকের কাছ থেকে অল্প সুদের বিনিময়ে ঋণ বাবদ টাকা নেওয়ার অনুমতি পান।

গ্রাহকের বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। এই ঋণ নেওয়ার জন্য গ্রাহককে নূন্যতম ৬ মাস ধরে বেসিক সেভিংস একাউন্টটি করে রাখতে হবে। পরিবারের পুরুষ ছাড়াও যদি কোনো মহিলা সদস্য উপার্জন করেন তবে তিনিও এই ঋণ নিতে পারেন। যিনি ঋণ নেবেন তার ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ডের লিংক করতে হবে তবেই এই Overdraft Facility আপনারা পাবেন।

DA Hike News (পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ)

আপনিও যদি এই ঋণ নিতে চান তাহলে জন ধণ যোজনা প্রকল্পে আবেদন করুন। কোনো ঝামেলা ছাড়াই শুন্য ব্যালেন্স ১০,০০০ টাকা ঋণ পেয়ে যাবেন আর আপনার দরকারের সময় কাজে লাগাতে পারবেন। আস্তে আস্তে অল্প সুদে সেই টাকা মিটিয়ে দেবেন। এই প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হল দুর্বল এবং নিম্ন-বিত্তের মানুষদের নিশ্চিত করা। সেই উদ্দেশ্য নিয়েই এই Overdraft Facility শুরু করেছিলেন প্রধানমন্ত্রী।

ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে বর্তমানে কত রিটার্ন পাবেন? সব ব্যাংকের বরাবর হিসাব দেখুন।

তবে এখনো সব প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের মানুষদের মধ্যে এখনো এই Overdraft Facility সুবিধা সমন্ধে অবগত করা যায়নি। তবে সেটা যাতে খুব দ্রুত সমস্ত স্তরের মানুষের কাছে এর সুবিধা সমন্ধে জানানো যায় সে জন্য চেষ্টা চালানো হচ্ছে। আর এই সুবিধা সম্পর্কে জানার জন্য আপনারা নিজেদের নিকটবর্তী কোন ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে পারবেন।
Written by Shampa Debnath.

দ্রুত টাকা বাড়াতে হলে এবং অবসর বয়সে নিশ্চিন্তে কাটাতে হলে এই

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button