স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI Charges) হলো সবচেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাংক। দেশের বেশিরভাগ মানুষ এই ব্যাংকের সাথে যুক্ত। সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হওয়ায় টাকা জমানোর ক্ষেত্রে এই ব্যাংকের ওপর বেশিরভাগ মানুষ নির্ভর করে। কিন্ত আজকাল প্রায় শোনা যায়, ব্যক্তিদের একাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। কিন্ত তার কারণ তারা বুঝতে পারছেন না।
SBI Charges 147 Rupees For Debit Card Charges.
জানা যাচ্ছে অনেকেরই মোবাইলে একটি ম্যাসেজ আসছে তাতে লেখা রয়েছে তার ব্যাংক একাউন্ট থেকে ১৪৭.৫০ টাকা কেটে (SBI Charges) নেওয়া হলো। আজ এই প্রতিবেদনে আমরা জানিয়ে দেব সেই টাকা কাটার কারন, স্টেট ব্যাংক কি বললেন এই টাকা কাটার ব্যাপারে আপনারা যদি স্টেট ব্যাংকের একাউন্ট থেকে থাকে আর আপনার কাছে যদি এই ম্যাসেজ এসে থাকে তাহলে কোনো চিন্তার বিষয় নেই।
কারণ স্টেট ব্যাংক (SBI Charges) এই টাকা কাটার আসল কারণ উল্লেখ করেছেন। SBI এর তরফে জানানো হয়েছে যে, গ্রাহকের একাউন্ট থেকে এই টাকা কেটে নেওয়ার কারণ হলো ডেবিট কার্ডের (Debit Card SBI Charges) জন্য একটি রক্ষণাবেক্ষণ চার্জ থাকে। আর সেটার চার্জ হিসাবে এই নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হচ্ছে। শুধুমাত্র SBI নয় অন্যান্য ব্যাংকের গ্রাহকদেরও ডেবিট কার্ড ব্যবহার করলেও সেই ব্যাংক গুলো একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেয়।
এস বি আই এই চার্জের (SBI Charges) জন্য গ্রাহকদের ব্যাংক একাউন্ট থেকে প্রতিবছর ১৪৭.৫০ টাকা করে কেটে নেয় অর্থাৎ ডেবিট কার্ড চার্জ হিসাবে স্টেট ব্যাংক ১৪৭.৫০ টাকা ধার্য করে। স্টেট ব্যাংকের প্রতিটি ডেবিট কার্ডের জন্য ১২৫ টাকা এবং ১৮% GST রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে দিতে হয়। তবে এটা শুধু এস বি আই ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনি যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড ব্যাবহার করুন না কেন আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতেই হবে।
এটা ব্যাংকের নিয়মের মধ্যে বর্তায়। আর আপনি যদি স্টেট ব্যাংকের ডেবিট কার্ড পরিবর্তন করতে চান সেটাও করতে পারবেন। তবে তার জন্যও একটা চার্জ (SBI Charges) দিতে হবে। সেটার মূল্য হচ্ছে ডেবিট কার্ড পরিবর্তনের জন্য চার্জ আপনি যদি স্টেট ব্যাংকের ডেবিট কার্ড পরিবর্তন করতে চান এক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে ৩০০ টাকা সঙ্গে জি এস টি চার্জ।
আবার আপনার একাউন্টে কোনো ব্যালেন্স না থাকলেও ব্যাংক একটা পরিমাণ টাকা কেটে (SBI Charges) নেয়। আর এই শুন্য ব্যালেন্স যদি আপনি লেনদেন চালিয়ে যান তাহলে আপনাকে ২০ টাকা জরিমানা দিতে হবে। সঙ্গে জি এস টি চার্জ তো আছেই। তবে এস বি আই এর জিরো ব্যালেন্স একাউন্টে ক্ষেত্র এই নিয়ম প্রযোজ্য নয়। তাই এবার থেকে এস বি আই থেকে এই রকম কোনো টাকা কেটে নেওয়ার ম্যাসেজ আসলে চিন্তায় পড়বেন না।
টেট পরীক্ষা নিয়ে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ নির্দেশ পর্ষদের তরফে।
ব্যাংক কখনোই কোনো কারনে গ্রাহকদের একাউন্ট থেকে টাকা কাটতে পারে না। নিয়ম মেনেই কিছু চার্জ (SBI Charges) হিসাবে টাকা কাটে আর সেটা স্টেট ব্যাংক নয় অন্যান্য সব ব্যাংকের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। আর এর অতিরিক্ত টাকা আপনাদের থেকে কেটে নেওয়া হলে আপনারা সরাসরি ব্যাংকে ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারেন।
Written by Shampa Debnath.
জনগনের সুবিধার্থে MyScheme Portal চালু করলো সরকার। কোন সরকারী প্রকল্পটি আপনার