SBI FD Interest Rate – স্টেট ব্যাংক জারি করল নতুন সুদের হার! জেনে নিন কত দিনে কত টাকায় পাবেন।

SBI হলো ভারতের সবচেয়ে বড়ো ব্যাংকিং প্রতিষ্ঠান (SBI FD Interest Rate). দেশের এক বৃহৎ অংশ এই ব্যাংকের সাথে ওতপ্রোতভাবে ভাগে জড়িত। এস বি আই প্রতিনিয়তই গ্রাহকদের সুবিধা অনুযায়ী সুদের হার বৃদ্ধি করে তাই গ্রাহকরা এই ব্যাংকে বিনিয়োগ করতে পছন্দ করেন। এখনকার সময়ে সবচেয়ে উল্লখযোগ্য হলো ফিক্সড ডিপোজিট। অল্প বিনিয়োগ করে লাভজনক রিটার্ন দেওয়া হয় তাই যুবক থেকে বৃদ্ধ টাকা বিনিয়োগের ক্ষেত্রে ইন্টারেস্ট খুঁজে পেয়েছেন।

SBI FD Interest Rate Hike in 2024

তবে SBI এখন বিভিন্ন সময়ের ফিক্সড ডিপোজিট-এর জন্য নতুন সুদের হার জারি করেছে ২০২৪ সালের জন্য। এখন আপনি কত সময়ের FD তে কতো সুদ পাবেন? জেনে নিন বিস্তারিত

বর্তমানে SBI FD Interest Rate বা সেভিংস অ্যাকাউন্টের চেয়ে ফিক্সড ডিপোজিট বেশি জনপ্রিয়। কারণ কম টাকা অল্প সময়ের মধ্যে লাভজনক রিটার্ন পাওয়া যায়। তবে যে মেয়াদকাল রয়েছে তার আগে টাকা তোলা যাবেনা। আর যদি তোলেন আপনার লাভ হবেনা (SBI FD Interest Rate).

SBI তার গ্রাহকদের আকৃষ্ট করার জন্য কিছু বিশেষ FD স্কিম রেখেছে। যেমন ভারতের বৃদ্ধ নগরাকিকদের জন্য SBI WeCare স্কিম এবং অন্যদিকে SBI অমৃত কলস স্কিম। এগুলি গ্রাহকদের লাভজনক রিটার্ন দিয়ে থাকে (SBI FD Interest Rate).

২০২৪ সালে সুদের হার কত
SBI ফিক্সড ডিপোজিটের জন্য গ্রাহকদের ৭ দিন থেকে ১০ বছরের জন্য সুদ দিচ্ছে ৩ থেকে ৭.১ শতাংশ পর্যন্ত। সিনিয়র সিটিজেনদের এই ফিক্সড ডিপোজিট জন্য ৪০ অঙ্ক পর্যন্ত অতিরক্ত দেওয়া হয় (SBI FD Interest Rate).

বন্ধন ব্যাংকের এই কার্ড থাকলেই পাবেন মাত্র 5 মিনিটে টাকা সাথে অনেক সুবিধাও।

SBI FD এর সুদের হার

৭ দিন থেকে ৪৫ দিন – ৩.৫০% ৪.০০%
৪৬ দিন থেকে ১৭৯ দিন – ৪.৭৫% ৫.২৫%
১৮০ দিন থেকে ২১০ দিন – ৫.৭৫% ৬.২৫%
২১১ দিন থেকে ১ বছরের কম – ৬.০০% ৬.৫০%
১ বছর থেকে ২ বছরের কম – ৬.৮০% ৭.৩০%
২ বছর থেকে ৩ বছরের কম – ৭.০০% ৭.৫০%
৩ বছর থেকে ৫ বছরের কম – ৬.৭৫% ৭.২৫%
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত – ৬.৫০% ৭.৫০%
৪০০ দিন (অমৃত কলস) – ৭.১০% ৭.৬০%

SBI Personal Loan বা এসবিআই পার্সোনাল লোন

SBI অমৃত কলস FD স্কিম সমন্ধে জেনে নেওয়া যাক

নাম শুনেই বোঝা যাচ্ছে এই স্কিমে অনেক সুদ দেওয়া হবে। উচ্চ সুদের হার সম্পন্ন এই স্কিম অনেক লাভজনক হতে চলেছে। সাধারণ গ্রাহকদের এই স্কিমে ৭.১% সুদ দেওয়া হবে এবং সিনিয়র সিটিজেনদের ৭.৬% সুদ দেওয়া হবে। স্কিমের মেয়াদকাল ৪০০ দিন। অর্থাৎ ৪০০ দিন পর টাকা তুললে আপনি লাভজনক রিটার্ন পাবেন।

টাকার দরকার হলেই দেবে কেন্দ্র সরকার। শুধু আধার ব্যাংক লিঙ্ক থাকতে হবে।

আপনিও যদি এই স্কিমে বিনিয়োগ করতে ইচ্ছুক হন আপনার নিকটস্থ এস বি আই ব্রাঞ্চে গিয়ে এই স্কিম সমন্ধে আরও বিস্তারিত জানুন। সব জেনে বুঝে আপনি এস বি আই এর স্কিমে বিনিয়োগ করুন। আর আপনার বিনিয়োগের উপর লাভ পেতে SBI এর ফিক্সড ডিপোজিট স্কিমগুলো খুবই উপযোগী (SBI FD Interest Rate).
Written by Shampa Debnath.

Leave a Comment