Summar Vacation – এগিয়ে আসলো গ্রীষ্মের ছুটি! ছুটির এই নতুন নোটিশ সব স্কুলের জন্য।

বৈশাখ মাসের প্রথমেই যেন হাঁসফাঁস করা গরম আর তার জন্যই শুরু হল গরমের ছুটি বা Summar Vacation. সকাল থেকেই সূর্যের প্রখর তাপে বাইরে বেড়ানো দায়। স্কুল ছাত্র ছাত্রীদের স্কুলে যাওয়ার খুবই সমস্যা হচ্ছিল। সেইসাথে স্কুলে অতক্ষণ বসে পড়াশুনা করতেও এই গরমে অতিষ্ঠ হয়ে উঠছিল স্কুল ছাত্র ছাত্রীরা। গরমের তীব্রতা এতটাই যে কখনো কখনো ৪১ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাচ্ছে। রাজ্য সরকার এমনিতেই এইবছর গরমের ছুটি অনেকটাই এগিয়ে এনেছিলেন।

Advertisement

All School Summar Vacation Started on 22nd April

লোকসভা ভোটের কারণে ১২ দিন বাড়িয়ে ৬ মে থেকে Summar Vacation এই ছুটি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। ছুটি শেষ হবার দিন ছিল ২ রা জুন। কিন্ত হঠাৎ গরমের তীব্রতা আরও বাড়ছে। যেন বাইরে লু বইছে। এতটা গরমে স্কুল যাতায়াত ও পড়াশুনা করা খুবই সমস্যার হচ্ছিল।

Advertisement

আর সেই কারণে রাজ্যের স্কুল শিক্ষক সংগঠনগুলো সরকারের কাছে আবেদন জানায় গরমের ছুটি বা Summar Vacation আরও এগিয়ে আনার জন্য। অবশেষে সেই আবেদন মঞ্জুর করেন রাজ্য সরকার। ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার ২২ এপ্রিল থেকেই গরমের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এগিয়ে আসলো গরমের ছুটি! প্রাইমারি ও হাইস্কুল সকলের জন্যই ছুটির নতুন নোটিশ।

আর সেই অনুযায়ী আর কিছুদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে https://wbbse.wb.gov.in/ পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে। সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলগুলোতে গরমের ছুটি বা Summar Vacation এগিয়ে আনার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার।

Holiday - ছুটি

তবে এছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে ছুটি দেওয়ার নির্দেশ দিলেও ছুটি বা Summar Vacation এগিয়ে আনার উপায় নেই কারণ এই সময় কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে সেমিস্টার পরীক্ষা চলছে। তাই ছুটির সিদ্ধান্ত শিক্ষাদপ্তর কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতেই ছেড়ে দিয়েছেন।

তীব্র গরমে এগিয়ে এলো গরমের ছুটি। সমস্ত সরকারি স্কুল বন্ধ। প্রাইভেট স্কুল ও বন্ধের অনুরোধ।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুবই খুশি স্কুল ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। তীব্র গরমের হাত থেকে বাঁচতে বাড়িতে বসেই পঠন প করাটাই শ্রেয়। এই কারণে স্কুলে বেশি করে হোমওয়ার্ক, প্রজেক্ট দিয়ে দেওয়া হচ্ছে। যাতে বাড়িতে বসে পড়াশুনার মধ্যে থাকে ছাত্র ছাত্রীরা।
Written by Shampa Debnath

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button