Summer Vacation – সমস্ত স্কুলেই একটানা 3 মাসের ছুটির ঘোষণা! রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ।

এপ্রিলের সূর্যের প্রখর রোদে উত্তপ্ত পরিবেশ (Summer Vacation) প্রকৃতি। দিনের বেলা ৪০ এর ওপর থাকছে তাপমাত্রার পারদ। বাইরে বেড়ানো দায় হয়ে দাঁড়িয়েছে। স্কুল ছাত্র ছাত্রীদের স্কুল যেতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে একরকম ভয় পাচ্ছেন। জুন মাসের আগে কোনো বৃষ্টি নামার কথা নেই। এদিকে এমন তীব্র দহন চলতে থাকলে মানুষের অবস্থা খুবই খারাপ হতে থাকবে।

Advertisement

School Will be Closed for 3 Months for Election & Summer Vacation

এই অবস্থায় প্রত্যেক বছরের মতন এবছরও স্কুলে গরমের ছুটি বা Summer Vacation মে মাস থেকে দেওয়ার কথা ছিল। কিন্ত গরমের তীব্রতার কারণে ছুটি এগিয়ে ৬ মে থেকে ২ জুন করা হলো। এরপর আবার সেই তারিখ পরিবর্তন করে ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। কারণ এতটাই গরমের তীব্রতা দিন দিন বাড়ছে যে ছাত্র ছাত্রীদের স্কুলে যাতায়াত করতে সমস্যা হচ্ছিল।

Advertisement

এগিয়ে আসলো গ্রীষ্মের ছুটি! ছুটির এই নতুন নোটিশ সব স্কুলের জন্য।

সবদিক বিবেচনা করে তাই ২২ এপ্রিল থেকেই ছুটি বা Summer Vacation ঘোষণা করলো সরকার। এদিকে ইতিমধ্যেই দেশ ও রাজ্যে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। সাতটি দফায় নির্বাচনের কারণে রাজ্যজুড়ে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে সরকারি স্কুলগুলো ছুটি থাকছে ৬মে এর আগে পর্যন্ত। ভোটের কারণে ছুটি থাকবে কয়েকদিন স্কুলগুলো।

School Holiday - স্কুলে ছুটি

এরপর আগের ঘোষনা অনুযায়ী ৬ মে থেকে ২ রা জুন অবধি রাজ্যের Summer Vacation বা গ্রীষ্মের ছুটি ঘোষণা হয়েছিল। তবে সম্প্রতি তীব্র গরম ও লু প্রবাহের জন্য শিক্ষার্থীদের চড়া রোদে স্কুলে যাতায়াতের সমস্যার কারণে গরমের ছুটি এগিয়ে আনার দাবি করেছিল স্কুল শিক্ষক সংগঠন। সেই দাবি মেনে বুধবার নবান্নে বৈঠক হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করা হবে।

গরমের ছুটিতেও স্কুলে আসতে হবে শিক্ষকদের, জারি নির্দেশিকা।

বিশেষ করে এই দুই তিন বছর ধরে এপ্রিল থেকেই সূর্যের প্রখর তাপে যেন সবদিক ঝলসে যাওয়ার অবস্থা হয়। তাই ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করেই গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিলো সরকার । নতুন করে ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। তিন মাস মিলিয়ে গরমের ছুটি বা Summer Vacation এক বিশেষ নজির গড়লো।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button