Job Vacancy – উচ্চমাধ্যমিক পাশে চাকরির সুযোগ বাংলায়, আবেদনে আর মাত্র কয়েকদিন বাকি।

উচ্চমাধ্যমিক পাশ করলে দারুন সরকারি চাকরির (Job Vacancy) সুযোগ, রাজ্যের চাকরির আকালের যুগে যখনই কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোয় তখন যেন বেকার যুবক যুবতীদের মনে আলোর আশা দেখা যায়। আবারও উচ্চমাধ্যমিক পাশ করলে এই চাকরির পরীক্ষায় আবেদন করার সুযোগ পাবেন। নিয়োগ করা হচ্ছে আপনার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিতে এই চাকরি নিয়ে কি তথ্য দেওয়া হয়েছে।

Advertisement

Job Vacancy In West Bengal.

চাকরির নাম – অঙ্গনওয়ারী হেল্পার পদ (Anganwadi Job Vacancy) আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে। বিবাহিত বা অবিবাহিত সবাই এই পদে আবেদন করতে পারবেন। উচ্চমাধ্যমিক পাশে সকলকে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া – এখন বেশিরভাগ পরীক্ষায় আবেদন অনলাইনে হয়। তবে এই পরীক্ষার জন্য আবেদন করতে হবে অফলাইন এর জন্য আবেদন ফর্মটি ডাউনলোড করে সেটা প্রিন্ট করুন এরপর নির্ভুল ভাবে সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করে ডকুমেন্টস সহ নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস।

Advertisement

১) বয়সের প্রমাণ পত্র হিসাবে মাধ্যমিক এডমিট কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট লাগবে।
২) আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন তবেই আবেদনের যোগ্য। সেটার প্রমাণের জন্য অঞ্চলের প্রধানের সার্টিফিকেট কিংবা BDO, SDO, MP, MLA ইত্যাদির কাছ থেকে বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট লাগবে।
৩) জাতিগত শংসাপত্র হিসাবে SC, ST, OBC সার্টিফিকেট লাগবে।
৪) আবেদন ফ্রম ফিলাপ করে ফ্রম আর সমস্ত ডকুমেন্টস পাঠাতে হবে।

Yuvashree New List (যুবশ্রী প্রকল্পের তালিকা)

যদি আপনিও এই অঙ্গনওয়ারী পদে (Job Vacancy) আবেদন করতে চান এখনই আবেদন করুন। এই সুবর্ণ সুযোগ কাজে লাগান। আর এই সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য নিজেদের পঞ্চায়েত বা BDO অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন। আর সেইখান থেকে আপনারা এই কাজের সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন।

এইবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে পর্ষদের বড় সিদ্ধান্ত। পড়ুয়া ও শিক্ষকেরা জানুন।

এছাড়াও আপনারা Anganwadi এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই সম্পর্কে দেখে নিতে পারবেন যে কোথায় বা কোন কোন জেলায় এই নিয়োগ (Job Vacancy) করা হচ্ছে। এছাড়াও সেইখানে আবেদনের পদ্ধতি, বেতন, যোগ্যতা সব কিছু সম্পর্কে আপনাদের সকল জিনিস জানিয়ে দেওয়া হয়ে থাকে। আর এই আবেদন বর্তমানে দার্জিলিঙে নেওয়া হচ্ছে। কিন্তু খুব শীঘ্রই রাজ্যের সব জেলাতে এই নিয়োগ হতে পারে বলে মনে করছেন অনেকে।
Written by Shampa Debnath.

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা! কি কি পরীক্ষায় আসবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button