Employee Benefits – নববর্ষের আগেই মিলবে ডবল গিফট! অবশেষে সরকারি কর্মীদের দাবী মেনে বিজ্ঞপি জারি নবান্নের।

রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রের হারে DA বৃদ্ধি (Employee Benefits) নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল গত একবছর ধরে তার সুরাহা কোনো হয়নি এতদিন। তবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবার সুখবর দিলো রাজ্য সরকার। লোকসভা নির্বাচন প্রায় এসেই গেলো আর নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্য সরকার একের পর এক সুখবর দিচ্ছে সাধারণ জনসাধারণের জন্য। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে সেটা দিয়েও দেওয়া হলো গ্রাহকদের একাউন্টে। আর এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশেষ নির্দেশ জারি করল সরকার।

Advertisement

WB Govt Employee Benefits Double by Nabanna

ভোটের আগেই বাড়ানো হলো DA বেতন সহ অন্যান্য সুবিধা। প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রের হারে DA প্রাপ্তি নিয়ে যে আন্দোলন প্রায় (Employee Benefits) একবছরের বেশি সময় ধরে চলে আসছিল তার কি অবসান হতে চলেছে ? রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমান DA পাওয়ার জন্য আন্দোলন মামলা অবধি জল গড়িয়েছিল।

Advertisement

যদিও কেন্দ্রীয় সরকার একের পর এক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য DA প্রাপ্তির সুখবর দিচ্ছেন এছাড়া অন্যান্য অঙ্গ রাজ্যগুলো কেন্দ্রের পথেই হাঁটার চেষ্টা করছেন তবে পশ্চিমবঙ্গ সরকার অনেক আন্দোলনের পরে মাত্র ৪ শতাংশ DA বৃদ্ধি ঘোষনা করেছিলেন বাজেট পেশের সময়। যেটা কার্যকর হবে ১ লা এপ্রিল থেকে।

তবে এই ৪ শতাংশ DA বৃদ্ধি নিয়ে খুশি নন রাজ্য সরকারি কর্মচারীরা। তাদের দাবি কেন্দ্রের সমান DA সেখানে মাত্র ৪ শতাংশ DA নিছক স্বান্তনা মাত্র। এদিকে সামনেই লোকসভা নির্বাচন। অন্যদিকে লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন আরও জোরদার (Employee Benefits) করার কথা শোনা যাচ্ছিল।

এই নিয়ে রাজ্য সরকার ও চিন্তিত ছিলেন তবে এরই মধ্যে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেছিলেন। সামনেই ঈদ আর তার আগেই সরকারি কর্মচারীদের জন্য উৎসব ভাতা বৃদ্ধি করেছিলেন সরকার । আর এবার ঘোষনা করলেন আরও বড়ো কিছু যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন রাজ্য সরকারি কর্মীরা।

যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪৬ শতাংশ হারে DA পেয়ে থাকেন যেটা ৫০ শতাংশ করে দিয়েছে সরকার কিছুদিন আগেই। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা মাত্র ১০ শতাংশ হারে DA পেয়ে থাকেন যেটা ৪ শতাংশ আরও বাড়বে ফলে পয়লা এপ্রিল থেকে ১৪ শতাংশ DA পাবেন। তবুও রাজ্য ও কেন্দ্রের DA পার্থক্য বেশ অনেকটাই ছিল।

ভোটের প্রাক মুহূর্তে সরকার ঘোষনা করলেন রাজ্য সরকারি কর্মীদের জন্য ডবল উপহার। ভোট মরশুমে ফের রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটালো সরকারপক্ষ। লোকসভা নির্বাচন কে হাতিয়ার করে নতুন একটি সুবিধা দিতে চলেছে কর্মীদের উদ্দেশ্যে। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের সমস্ত ভোট কর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল ইমপ্লোইজ এন্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম এর আওতায় আনা হচ্ছে।

অবশেষে রাজ্য সরকারি কর্মীদের হলো জিত! 6 মাসের মধ্যেই মেটাতে হবে বকেয়া DA এর সমস্ত টাকা।

এর আওতায় নতুন করে রাজ্য আর্মড পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ও হোম গার্ড এই প্রকল্পের আওতায় আসবেন। পাশাপাশি ড্রাইভার, ফাস্ট লেবেল চেকিং, ইভিএম কমিশনিং, ভোটের দিন ও ভোট পরবর্তী গণনার দিন বিইএল, ইসিআইএল ইন্জিনিয়ারাও এই স্কিমের (Employee Benefits) আওতায় আসবেন।

Govt Employees বা সরকারি কর্মী

ভোট কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই নোটিশ জারি করা হয়েছে। কারণ ভোটের দায়িত্বে থাকতে হয় সরকারি কর্মীদের। এমনিতেই গরমের তাপদাহ আর ভোটের সময় যদি কোনো কর্মী অসুস্থ বোধ করেন তাদের চিকিৎসার দায়িত্ত্ব নিতে হবে সরকারকে এমনই দাবি করেছিলেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর মহাশয়।

অবশেষে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতনবৃদ্ধি ও প্রমোশন নিয়ে বিরাট সুখবর। বেতন ও সম্মান দুই বাড়বে।

অবশেষে এই দাবি মেনে নিয়ে নোটিশ জারি করেছে রাজ্য সরকার। এই দাবি মেনে নেওয়াটা অনেক খুশি সরকারি কর্মীরা। এভাবেই DA বৃদ্ধি যদি লোকসভা নির্বাচনে আগে করা হতো তাহলে সোনায় সোহাগা হতো সরকারি কর্মীদের কপাল। এখন সেই অপেক্ষাই করছেন (Employee Benefits) রাজ্য সরকারি কর্মীরা।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button