Holiday List – জানুয়ারি মাসে কতদিন বন্ধ থাকবে স্কুল কলেজ? কারা কারা বেশি ছুটি পাবে?

ছুটির তালিকা বা Holiday List নিয়ে আমাদের সকলের অনেক বেশি উৎসাহ থাকে। কারণ আট থেকে আসি আমরা সকলেই ছুটি পেতে ভালোবাসি!!! ডিসেম্বরের শেষসপ্তাহে দাড়িয়ে আছি আমরা। আর কিছুদিন পড়েই নতুন বছরকে স্বাগত জানাবার পালা। আর নতুন বছর মানেই যেমন নতুন আশা, নতুন স্বপ্নের জাল বোনা। আর নতুন বছরের বাংলা মিডিয়াম স্কুল গুলোতে নতুন শিক্ষাবর্ষের শুভারম্ভ।

Advertisement

Holiday List In The Month Of January 2024.

নতুন বই, নতুন ক্লাস সেই সাথে একটা আলাদা আনন্দ। আর ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রেও জানুয়ারি মাস যেন একটা নতুন ভাবে নব উদ্যমে পড়াশুনা চালানোর প্রতিজ্ঞা বদ্ধ হওয়া। সদ্য ডিসেম্বরের ফেস্টিভ মুডের ছুটি কাটিয়ে জানুয়ারিতে স্কুলে গিয়েই আবারও একাধিক ছুটির (Holiday List) মধ্যে পড়তে হবে পড়ুয়াদের। কারণ জানুয়ারি মাসেও কিন্ত ছুটি রয়েছে অনেক। জানুয়ারি মাসের অর্ধেক দিনই ছুটি (Holiday List) থাকবে স্কুল, কলেজ।

Advertisement

দেখে নেওয়া যাক একনজরে ছুটির তালিকা। কোন কোন দিন কি কারণে ছুটি (Holiday List) থাকবে স্কুল, কলেজ। 2023 সালের জানুয়ারিতে স্কুল ছুটি থাকবে বেশ কয়েকটি দিন। নববর্ষের দিন, লোহরি, পোঙ্গল, গুরু গোবিন্দ সিং জয়ন্তী, হজরত আলির জন্মদিন, নেতাজি জন্ম জয়ন্তী এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি থাকবে। ইংরেজি নববর্ষ দিন ছুটি থাকবে স্কুল, কলেজ। কারণ সেই দিনটি নতুনকে বরণ করার দিন।

নতুন বছরের নতুন আশা স্বপ্নকে কেন্দ্র করে নতুন বছরের পথ চলার জন্য বিশেষ বার্তায় নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করা। এই জন্যই সেই দিনটি স্কুল, কলেজ সহ সমস্ত অফিস ছুটি থাকে। এছাড়া রয়েছে লোহরি যা শীতের শেষ সময়ের একটি উৎসব। পোঙ্গল উৎসব হলো দক্ষিণ ভারতের ফসল কাটার উৎসব। গুরু গোবিন্দ সিং জয়ন্তী শিখ ধর্মের দশম গুরুর জন্মকে স্মরণ করে উদযাপিত হয়। তাই এইদিন ছুটি (Holiday List) থাকে।

ইসলাম ধর্মের অনুসারীরা হযরত আলির জন্মদিন পালন করে। তাই সেই উপলক্ষে ছুটি থাকে। এছাড়া নেতাজি জন্ম জয়ন্তী ছুটি থাকে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি (Holiday List) থাকে তবে এই দিনটি পালন করা হয়। তবে এই ছুটি গুলো রাজ্য ভিত্তিক হয়ে থাকে। অর্থাৎ একই দিনে সকল রাজ্যে ছুটি ঘোষিত হয়না। ১লা জানুয়ারি ২০২৪ প্রত্যেক জায়গার স্কুল কলেজ সরকারি বেসরকারি অফিস ছুটি থাকবে।

রবিবার, ১৪ জানুয়ারি লোহরি উত্তর ভারতের একটি উল্লেখযোগ্য উৎসব নামে পরিচিত। সেদিন বনফায়ার, ঐতিহ্যবাহী নৃত্য এবং প্রীতিভোজের সঙ্গে দিনটি উদযাপিত হয়। এটি শীতের শেষ এবং দীর্ঘ শুরুকে চিহ্নিত করে। তাই উত্তর ভারতে এইদিন ছুটি থাকে। সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ – পোঙ্গল যেটি ফসল কাটার উৎসব নামে পরিচিত যা মূলত দক্ষিণ ভারতে পালিত হয়, এই উৎসবের মধ্যে রয়েছে দুধে আসিয়ে নতুন চাল দিয়ে পায়েস বা ক্ষীর রান্না করা এবং একটি আচার তৈরি যা ‘পোঙ্গল’ নামে পরিচিত। এই জন্য দক্ষিণ ভারতে ছুটি (Holiday List) থাকে সমস্ত স্কুল কলেজ।

বুধবার, জানুয়ারি ১৭, ২০২৪ – গুরু গোবিন্দ সিং জয়ন্তী এই দিনটি শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন উপলক্ষে ছুটি (Holiday List) থাকে৷ ভক্তরা প্রার্থনা, শোভাযাত্রা এবং গুরু গ্রন্থ সাহেবের পাঠে অংশগ্রহণ করে এই দিন। মঙ্গলবার, ২৩ জানুয়ারি,২০২৪ – নেতাজি জন্ম জয়ন্তী তাই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজীকে মালা ও ফুল প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ – হযরত আলির জন্মদিন ইসলামের অনুসারীরা পালন করেন। হযরত আলির জন্মদিনটি ইসলামে ধর্মে একটি বৃহৎ উৎসব হিসাবে গণ্য করা হয়।

Summer Vacation 2024 (গরমের ছুটি ২০২৪)

শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ – প্রজাতন্ত্র দিবস, ভারতের একটি ঐতিহাসিক দিন, সংবিধান গৃহীত হওয়ার দিনটিকে সম্মান জানাতেই এই দিন স্কুল কলেজ অফিস কাছারি বন্ধ (Holiday List) থাকে। দিনটিতে দেশাত্মবোধক গান, নাটক ও কবিতার মধ্য দিয়ে এবং প্যারেড মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদযাপন করা হয়। সেই দিন সকল স্কুল কলেজ সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকে।

উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হলে 4 বার পরীক্ষা দেওয়ার নিয়ম আসতে চলেছে। 2024 থেকেই শুরু?

শুধু পালন করা এই অনুষ্ঠানটি দিনটিকে স্বরনীয় করে রাখার জন্য। ডিসেম্বর জানুয়ারি মানেই শীতকাল আর শীতকাল মানেই ঘুরতে যাওয়ার সময়। মিঠে রোদ গায়ে মেখে পেয়ে সর্ষে লাগিয়ে ঘুরতে বেরিয়ে পড়া সাথে রয়েছে পিকনিক। তাই শীতকালে ছুটি (Holiday List) থাকলে মন্দ হয়না। সারা বছরই কিছু না কিছু ছুটি থাকে। তেমনই জানুয়ারি মাস ভরে রয়েছে একাধিক ছুটি। তাই এই শীতে ছুটিতে (Holiday List) মজা নিন ঘুরে বেড়িয়ে।
Written by Shampa Debnath.

কমে গেল ছুটি। পশ্চিমবঙ্গের সরকারী স্কুলের ছুটির তালিকা প্রকাশ। রইলো PDF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button