Holidays in January 2024 – জানুয়ারি মাসের 16 দিন ছুটি! কোন কোন প্রতিষ্ঠান বন্ধ থাকচ্ছে?

নতুন বছরের শুরুতেই স্কুল পড়ুয়া ও সরকারি কর্মীদের জন্য সুখবর! পুরো জানুয়ারি মাস জুরে মোট ছুটি থাকছে 16 দিন (Holidays in January 2024). জানুয়ারি মাস নতুন বছরের শুভারম্ভ। একদিকে নতুন বছর পদার্পণের আনন্দ সাথে শীতের মাস জানুয়ারি সব মিলিয়ে জানুয়ারি মাস ঘুরে বেড়ানো ও পিকনিকের সময়। আর এই মাসেই রয়েছে একাধিক ছুটি। ধর্মীয় উৎসব থেকে শুরু করে জাতীয় উৎসব, জন্মদিবস পালন সবই রয়েছে জানুয়ারি মাসে।

Advertisement

16 Days National Holidays in January 2024

রাজ্য ও কেন্দ্র সরকার যেমন ছুটির ক্যালেন্ডার তৈরি করেন তেমনি ছুটির লিস্ট হওয়ার পরও কিছু সময় অনেক রাজ্যের রাজ্য সরকার কিছু আঞ্চলিক ছুটি বা রাজ্য ভিত্তিক কিছু ছুটি ঘোষণা করেন অনেক সময় ব্যাংক বা অফিসের ধর্মঘটের জন্যও ছুটি ঘোষনা করা হয়। সবমিলিয়ে এই প্রতিবেদনে ব্যাঙ্ক অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান কবে কবে কি কারণে Holidays in January 2024 থাকছে সেই নিয়েই আলোচনা করবো।

Advertisement

ছুটির তালিকা

১লা জানুয়ারি – ইংরেজি নববর্ষ, বছর শুরুর দিন বিশ্বব্যাপী বন্ধ থাকবে সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান।
১১ই জানুয়ারি – এই দিন মিজোরাম ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে এটি শুধুমাত্র মিজোরামের জন্যই।
১২ই জানুয়ারি – স্বামী বিবেকানন্দের জন্মদিবস। তাই এই দিন ছুটি থাকবে সরকারি অফিস ও স্কুলগুলো। তবে অনেক স্কুলে এইদিন জন্মদিবস পালন করা হয়।

১৪ই জানুয়ারি – ভারতবর্ষের উত্তরের রাজ্য গুলিতে লোহরি উৎসব পালিত হয়। তাই শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস বন্ধ থাকবে। লোহরি উত্তর ভারতের একটি উল্লেখযোগ্য উৎসব নামে পরিচিত। এইদিন বনফায়ার, ঐতিহ্যবাহী নৃত্য এবং প্রীতিভোজের সঙ্গে দিনটি উদযাপন করা হয়। এটি শীতের শেষ এবং দীর্ঘ শুরুকে চিহ্নিত করে। তাই উত্তর ভারতে এইদিন ছুটি থাকে।

১৫ই জানুয়ারি – দক্ষিণ ভারতের একটি উৎসব পোঙ্গল পালন করা হয় । সেই উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও কোর্ট কাছারি বন্ধ থাকবে। পোঙ্গল এটি ফসল কাটার উৎসব নামে পরিচিত যা মূলত দক্ষিণ ভারতে পালিত হয়, এই উৎসবের প্রধান আকর্ষণ দুধে আসিয়ে নতুন চাল দিয়ে পায়েস বা ক্ষীর রান্না করা এবং একটি আচার তৈরি যা ‘পোঙ্গল’ নামে পরিচিত। এই জন্য দক্ষিণ ভারতে ছুটি (Holidays in January 2024) থাকে সমস্ত স্কুল কলেজ।

পশ্চিমবঙ্গে ছুটির নিয়মে বড়সড় রদবদল। সুবিধা হল লক্ষ লক্ষ কর্মীদের

১৬ জানুয়ারি – এই দিন বাংলা ও আসামে ব্যাঙ্ক বন্ধ।
১৭ই জানুয়ারি – ১৭ই জানুয়ারি গুরু গোবিন্দ সিং জয়ন্তী এই দিনটি শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন উপলক্ষ্যে ছুটি থাকে৷ ভক্তরা প্রার্থনা, শোভাযাত্রা এবং গুরু গ্রন্থ সাহেবের পাঠে অংশগ্রহণ করে এই দিন।

Holiday List (ছুটির তালিকা)

২৩শে জানুয়ারি – নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ব্যাঙ্ক ও সরকারি অফিস এবং স্কুল বন্ধ থাকবে।
২৫শে জানুয়ারি – হযরত আলির জন্মদিন ইসলামের অনুসারীরা পালন করেন। হযরত আলির জন্মদিনটি ইসলামে ধর্মে একটি বৃহৎ উৎসব হিসাবে গণ্য করা হয়। সেদিন তারা প্রার্থনার মধ্য দিয়ে দিনটিকে উদযাপিত করে।

২৬শে জানুয়ারি – এই দিন গণতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশ ব্যাপী সরকারি অফিস, ব্যাঙ্ক এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এই দিন পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান, প্যারেডের মাধ্যমে দিনটিকে স্বরণ করা হবে।
৩১শে জানুয়ারি – এই দিন আসামে বন্ধ থাকবে ব্যাঙ্ক (Holidays in January 2024).

বছরের শুরুতেই নতুন চমক! আবারও দাম কমতে চলেছে রান্নার গ্যাসের।

জানুয়ারি মানেই পিঠে পুলি খাওয়া থেকে শুরু করে পিকনিক ঘুরে বেড়ানোর সময়। আর জানুয়ারি মাস জুড়ে এতগুলো ছুটির দিন যখন পাওয়াই যাচ্ছে ঘরে বসে না থেকে পরিবার বন্ধু মিলে বেরিয়ে পড়ুন ঘুরতে। শীতের মিঠে রোদ্দুর গায়ে মেখে আনন্দে কাটিয়ে দিন জানুয়ারির শীতের সময়টাকে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button