Dearness Allowance – রাজ্য সরকারি কর্মচারীদের আবারও DA বৃদ্ধির ঘোষণা করলো নবান্ন। কোন পদে কত বাড়লো?

রাজ্য সরকারি কর্মচারীদের Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে আন্দোলন প্রায় একবছরের আগে থেকেই হয়ে আসছে। আন্দোলন, মিছিল মিটিং পথ অবরোধ থেকে মামলা অবধি রূপ নিয়েছে। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে DA পেয়ে থাকেন সেখানে রাজ্য সরকারি কর্মীরা মাত্র ১০ শতাংশ হারে DA পেয়ে থাকেন। যেটা অনেকটাই কম। তাই কেন্দ্রীয় হারে DA বৃদ্ধির জন্য সরকারি কর্মী সংগঠন প্রথমে হাইকোর্টে মামলা দায়ের করেন।

Advertisement

WB Govt Employees Dearness Allowance Hike New Update

সেই মামলায় রায় সরকারি কর্মচারীদের দিকেই হলেও রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আর তারপরে থেকেই একের পর এক শুনানির তারিখ চলে যাচ্ছে কিন্ত কোনো শুনানি হচ্ছেনা বিভিন্ন কারণে। তাই রাজ্য সরকারি কর্মীরা তাদের বকেয়া Dearness Allowance বা মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হয়েই আছেন।

Advertisement

এদিকে কেন্দ্রীয় সরকার আরও ৪ শতাংশ Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ফলে কেন্দ্রীয় কর্মচারীদের DA পরিমান এখন ৫০ এ গিয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বাজেট পেশের সময় মুখ্যমন্ত্রী ৪ শতাংশ DA বৃদ্ধি করে তারফলে রাজ্য সরকারি কর্মীদের DA পরিমান দাড়ায় ১৪ শতাংশ।

তবুও এখনো রাজ্য ও কেন্দ্রের Dearness Allowance বা মহার্ঘ ভাতা ফারাক টা বেশ অনেকটাই। এই ৪ শতাংশ DA বৃদ্ধিতে কোনো খুশি নেই সরকারি কর্মীদের। কারণ তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে DA প্রাপ্তি।

বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে রাজ্যের সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মচারী, স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুরনিগম, পুরসভা, স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পেনশন প্রাপকরা এই বর্ধিত ডি এর আওতায় আসতে পারবেন।

6000 টাকা বোনাস পাবে রাজ্যের সমস্ত সরকারি কর্মীরা। ভোটের আগেই মুখ্যমন্ত্রীর ঘোষণা।

মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, তিনি আগেই বলেছিলেন Dearness Allowance বা মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয় এটা ঐচ্ছিক বিষয়। একটি সভায় মুখ্যমন্ত্রীর থেকে এমন মন্তব্য যেন সরকারি কর্মীদের আরও হতাশ করেছিল।

Employee Benefits - কর্মচারীদের সুবিধা

মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন রাজ্য সরকার বিভিন্ন অনুষ্ঠানে ছুটি দিয়ে থাকে যেখানে কেন্দ্রীয় সরকার ছুটি দেয়না। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের কথা অনুযায়ী তাদের ছুটি নয় টাকা চাই। যদিও সরকারি কর্মীরা তাদের আন্দোলন চালিয়ে গিয়েছিলেন সমানভাবে।

LIC এর লক্ষাধিক কর্মীর বেতন বৃদ্ধির ঘোষণা। কাদের বাড়লো? সর্বোচ্চ কত টাকা বাড়ানো হল?

তাদের কেন্দ্রীয় হারে Dearness Allowance বা মহার্ঘ ভাতা না পাওয়া পর্যন্ত অর্থাৎ তাদের দাবি না মেটা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন তারা। এদিকে সামনেই লোকসভা নির্বাচন। আন্দোলনকারীরা তাদের আন্দোলন যদি আরও জোরালো করে তাহলে লোকসভা নির্বাচনে তার একটা মন্দা প্রভাব পড়তে চলেছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button