Mobile Recharge Plan – বর্ষশেষে দারুণ প্ল্যান আনল JIO. পাবেন একাধিক সুবিধা নাম মাত্র খরচে।
জিও এর তরফে Mobile Recharge Plan নিয়ে আসা হয়েছে। জিও মাঝে মধ্যেই অনেক নতুন অফার নিয়ে আসে সেই সাথে অনেক কম দামে ইন্টারনেটের সুবিধা যুক্ত নিত্য নতুন ফোন লঞ্চ করেন। তাই বেশিরভাগ মানুষ এই জিও কে পছন্দের তালিকায় রেখেছেন। জিও ছাড়াও যে সমস্ত অন্যান্য টেলকম সংস্থা যেমন – BSNL, JIO, Airtel তাদের থেকে জিও অনেকাংশে বেশি ভালো ও দামে কম এমন অফার নিয়ে আসে।
JIO New Mobile Recharge Plan.
তেমনি বছরের শেষে আরেকবার একটি সস্তা ও ভালো মাত্র ৭৫ টাকা দিয়ে রিচার্জ (Mobile Recharge Plan) করে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কল, SMS ও ডেটার সুযোগ। কি বিশ্বাস হচ্ছে না? এত কিছু মাত্র ৭৫ টাকায়? একদম, মাত্র ৭৫ টাকায় তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই বিশেষ অফার পাবেন তারাই যারা জিও প্রাইম টাইম ব্যাবহার করেন। তাদের জন্য এই প্ল্যানটি চালু করেছে জিও সংস্থা।
এই ফোনটির জন্য কোম্পানি কিছু বিশেষ Mobile Recharge Plan চালু করেছে। তার মধ্যে একটি হলো ৭৫ টাকার রিচার্জ প্ল্যান। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যান সমন্ধে। এই ফোনটি যারা এখনো কেনেননি তাদের জন্য জানিয়ে রাখা ভালো অ্যামাজনে এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র ২,৫৯৯ টাকা। আপনি যদি চান এখনো এই ফোনটি কিনে রিচার্জ করতে পারেন।
আর যাদের ইতিমধ্যে এই ফোন কেনাই আছে তাদের জন্য বিশেষ এই Mobile Recharge Plan নিতে পারেন। যদি আপনি ৭৫ টাকার এই বিশেষ রিচার্জ করেন তাহলে তার ভ্যালিডিটি থাকবে ২৩ দিন। এই ২৩ দিনে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কল করার সুবিধা সেই সাথে ৫০ টি এসএমএস এবং ২.৫ জিবি ডেটা। আরও একটি এই ফোনের জন্য প্ল্যান আছে যেটার মূল্য পড়বে ৯১ টাকা। এই প্ল্যান পেয়ে যাবে আনলিমিটেড কলিং, এসএমএস এবং ১০০ এমবি করে ডাটা।
তবে আর দেরি কেন? ডিসেম্বরেই এই রিচার্জ সেরে ফেলুন যদি আপনার কাছে জিও প্রাইম ফোন থেকে থাকে। এত কম দামে এত ভালো সুযোগ হাতছাড়া না করে ঝটপট রিচার্জ (Mobile Recharge Plan) সেরে ফেলুন। কারণ সামনেই নিউ ইয়ার, আত্মীয়, বন্ধুবান্ধব কে ফোন বা মেসেজ করে উইশ করতে তো হবেই। এত কম দামে আনলিমিটেড কলের সুবিধা পাচ্ছেন সেটা কাজে লেগে যাবে এই নতুন বছরের শুরুতে।
উচ্চমাধ্যমিক পাশে চাকরির সুযোগ বাংলায়, আবেদনে আর মাত্র কয়েকদিন বাকি।
ফোনেই সেরে ফেলতে পারবেন মনের কথা আর গল্পের সারি নিয়ে বসলেও টাকা কাটার চিন্তা থাকবে না। সেই সাথে থাকবে ম্যাসেজ। প্রয়োজনে ম্যাসেজ করেও সেরে ফেলতে পারবেন নিউ ইয়ার উইশ। আর সাথে তো রয়েছেই ডেটা। সব মিলিয়ে কম টাকায় দারুন সুযোগ। এই Mobile Recharge Plan এর মাধ্যমে আপনাদের খুবই কম খরচে অনেকটাই সাশ্রয় হবে।
Written by Shampa Debnath.
প্রতিদিন মাত্র 4 ঘন্টা কাজ করলে LIC দেবে মাসে 20 হাজার টাকা। আজই