Free Ration – রেশন গ্রাহকদের জন্য দারুণ সুখবর, আগামী 3 মাস বিনামূল্যে চাল, গম ছাড়াও দেওয়া হবে চিনি।
Free Ration – কোন কোন কার্ডে পাবেন এই সুবিধা জানুন বিস্তারিত।
বাংলার মানুষ রেশন কার্ডের (Free Ration) মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে চাল, গম পেয়ে থাকেন। রেশন কার্ড মানুষের আয়ের ওপর নির্ভর করে তিনটি ক্যাটাগরির হয়। কিছু কার্ড হোল্ডারদের কম দামে রেশনে চাল, গম দিলেও দারিদ্র্য ও মধ্যবিত্ত শ্রেণীর যাদের অন্ত্যদ্বয় রেশন কার্ড আছে তারা বিনামূল্যে রেশন পান। বাংলার খেটে খাওয়া মানুষ যাদের দুবেলা দুমুঠো খাবারের জন্য অনেক টা পরিশ্রম করতে হয় তাদের কথা চিন্তা করে রেশন ব্যাবস্থার কথা ভাবা হয়েছে।
২০২২ সালে করোনা কালীন সময় থেকে কেন্দ্রীয় সরকার ঘোষনা করেন ৮১ কোটির বেশি মানুষকে বিনা পয়সায় খাদ্য দ্রব্য (Free Ration) দেওয়া হবে। কারণ সেই সময় মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে গেছিলো। সেই দূরবস্থার কথা মাথায় রেখে এই ব্যাবস্থা চালু করেছিলেন মোদী সরকার। তখন থেকে ১৪ কেজি গম আর ২১ কেজি করে চাল দেওয়া হতো। সেপ্টেম্বরের ৩০ সেপ্টেম্বর অবধি এই বিনামূল্যে রেশন দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার আরোও ৩ মাস বাড়িয়ে দিলো।
সামনেই দুর্গাপূজা। আর আসন্ন দূর্গা পূজার জন্য সেই সমস্ত দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষদের পূজার দিন গুলো একটু খাদ্যের জন্য চিন্তা না করে যাতে খুশিতে দিন গুলো কাটাতে পারে সেই দিকে খেয়াল রাখছেন। এছাড়া বাংলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন আর সরকার চেষ্টা করেন প্রতিটি ধর্মের মানুষের উৎসব গুলোতে যাতে খুশিতে কাটাতে পারে সেই সময় খাদ্য সামগ্রীর জন্য চিন্তা না করে।
যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা অবশ্যই দেখুন। 1st অক্টোবর পর্যন্ত শেষ সুযোগ।
অন্ত্যদ্বয় রেশন কার্ডের অন্তভূক্ত ব্যক্তিদের চাল, গম ছাড়াও এই ৩ মাস চিনি দেওয়া হবে। ১৮ কেজি দরে চিনি বিনা মূল্যে দেওয়া হবে রেশন (Free Ration) থেকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্র অনুযায়ী, এই ৩ মাসের বিনামূল্যে অতিরিক্ত দ্রব্য বণ্টনের জন্য সরকারকে ৪৫ হাজার কোটি টাকার বোঝা মাথায় নিতে হচ্ছে।
কিছু রাজনৈতিক ব্যক্তিগণের মতে আসন্ন গুজরাট ও উত্তরপ্রদেশ এর ভোটের জন্য বিজেপির দিকে ভোটের পাল্লা ভারী হয় যাতে তাই এই রেশনিং ব্যাবস্থার মাধ্যমে চিনি ও অতিরিক্ত দ্রব্যাদি আরোও ৩ মাসের জন্য বাড়িয়ে দিয়ে বিজেপি তাদের লাভ দেখার চেষ্টা করছে।
বিশ্বকর্মা পুজা সোমবার। ছুটির লিস্টে আছে রোববার। তবে কি সোমবার ছুটি থাকবে?
অন্যদিকে সরকারের মতে, প্রত্যেক সময়ে সরকার চেষ্টা করে বাংলার প্রতিটি মানুষ যাতে দুবেলা দুমুঠো অন্ন ঠিক মতন খেয়ে বাঁচতে পারে তাই তাদের জন্য অন্ন (Free Ration) সংস্থানের দেখভাল করা সরকারের কর্তব্য। এই দিকটা বিচার করেই আগামী ৩ মাসের জন্য যাদের রেশন কার্ড ছাড়াও অন্ত্যদয় কার্ড টি আছে তারা বিনামূল্যে চিনি পাবেন।
Wriiten by Shampa Debnath