Holidays – নতুন বছরে অতিরিক্ত ছুটির ঘোষণা নবান্নের! কোন কোন দিন ছুটি থাকছে সরকারি অফিস ও স্কুল?

ডিসেম্বরের একাধিক ছুটি তথা Holidays কাটিয়ে সবেমাত্র নতুন বছরের শুরু হয়েছে। ইতিমধ্যে নবান্ন সূত্রে খবর অনুযায়ী আরও 3 টি অতিরিক্ত ছুটি পেতে চলেছে সরকারি প্রতিষ্ঠানগুলি অর্থাৎ ব্যাংক, অফিস ও স্কুলগুলো। এমনিতেই রাজ্য সরকার সারাবছর ছুটি একটু বেশিই দিয়ে থাকে এছাড়া কিছু অতিরিক্ত ছুটি ঘোষনা করা হয় রাজ্য বিশেষে। কিন্তু এখন এই ছুটির দিন আর বাড়তে চলেছে কারন সরকার নতুন বছরে অতিরিক্ত ছুটির ঘোষণা করেছেন। দেখে নেওয়া যাক কোন কোন দিন ছুটি ঘোষনা করলো রাজ্য সরকার।

Advertisement

Special Holidays Decleared by Nabanna

নবান্ন সূত্রে খবর অনুযায়ী জানা যাচ্ছে, এই বিশেষ ছুটি NI Act এর মাধ্যমে পাওয়া বিশেষ কিছু সেক্টরের কর্মজীবীরা নতুন করে পেতে চলেছেন। নবান্ন সারাবছরের একটা Holidays ক্যালেন্ডার তৈরি করলেও অনেকসময় বিশেষ কিছু সেক্টরের জন্য বিশেষ কিছু ছুটি তোলা থাকে। এছাড়া কোনো রাজ্য ভিত্তিক কিছু ছুটি দেওয়া হয়। তেমনই NI A অনুযায়ী এই বিশেষ ছুটি দেন ব্যাংকিং সেক্টরগুলো।

Advertisement

এতদিন বিভিন্ন উৎসব উপলক্ষ্যে অন্যান্য কর্মক্ষেত্রের সরকারি কর্মীরা রাজ্য সরকারের নির্দিষ্ট ছুটি পেলেও ব্যাঙ্ক ও বিমা সেক্টরের কর্মীরা অনেক ছুটি পেতোনা। তারমধ্যে পয়লা জানুয়ারি, জন্মাষ্টমী ও ছট্ পূজা উপলক্ষ্যে কোনো ছুটি ব্যাংক বা বিমা সেক্টরগুলো পেতেন না। এই বিষয় নিয়ে অনেকদিন ধরে ব্যাংকিং সেক্টরের কর্মীরা মুখ্যমন্ত্রীকে দাবি জানায় ছুটির জন্য।

এই বিষয় নিয়ে রাজ্য ব্যাঙ্ক সংগঠনের সাধারণ সম্পাদক উক্ত দিনগুলোর Holidays এর দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন। খুশির খবর এইটাই ব্যাংক কর্মী সংগঠনের দাবি মেনে নিয়েছেন রাজ্য সরকার।
প্রসঙ্গত, অনেকদিন ধরেই ব্যাংক কর্মী সংগঠনের তরফে অনেক কিছু দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল। তারমধ্যে শনিবার কেও হলিডে করার একটা আর্জি যেমন জানানো হয়েছিল তেমনি এই নির্দিষ্ট কিছু দিনের জন্য ছুটির কথাও জানানো হয়েছিল।

পশ্চিমবঙ্গে ছুটির নিয়মে বড়সড় রদবদল। সুবিধা হল লক্ষ লক্ষ কর্মীদের।

কিন্ত দীর্ঘকালীন ছুটির দাবি না মানলেও এখন সেই দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে ব্যাংক সংগঠনের সাধারণ সম্পাদক শুভ্রজ্যোতি চ্যাটার্জি জানিয়েছেন তারা এই খবরে অনেক খুশি বিশেষ করে কোনো দীর্ঘদিনের সেই দাবিই পূরণ হলে অনেকটাই খুশি লাগে। নবান্ন জানিয়েছেন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের আওতায় একুশ দিন ছুটি পেতেন ব্যাঙ্ক ও বিমা কর্মীরা।

Holidays in January 2024 (২০২৪ সালের জানুয়ারি মাসের ছুটি)

দাবি মেনে নেওয়ার পরে এখন থেকে উক্ত তিনটি দিনের Holidays বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে চব্বিশটি ছুটি পাবেন রাজ্যের ব্যাংক কর্মীরা ও বিমা সংস্থার কর্মীরা। স্বাভাবিকভাবেই আপ্লুত ব্যাংক ও বিমা কর্মীরা। কারণ ছট পূজা, জন্মাষ্টমী এই সব পূজা পার্বণে অন্যান্য সরকারি কর্মীরা ছুটি পেলেও তাদের কর্মস্থলে এসে কাজ করতে হয়। বাড়িতে পূজা হলেও তাতে অংশগ্রহণ করতে পারেন না।

নতুন বছরে ভাগ্য খুলতে চলেছে কোন কোন রাশির? আপনার রাশিফল অনুযায়ী ভাগ্য

ফলে একপ্রকার মন খারাপ নিয়ে কাজে আসতে হতো তাদের। তবে এই বছর থেকে সেই মন খারাপ নিয়ে আর কাজ করতে হবেনা ব্যাংক ও বিমা সংস্থার কর্মীদের। 2024 সাল থেকে জন্মাষ্টমী, ছট পূজা ও পয়লা জানুয়ারি ছুটি পাবেন। এমন আরও নিত্য নতুন খবর পেতে আমাদের সাথে থাকুন এবং নিয়মিত ফলো রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button